বিদায়বেলায় ঘুরে দাঁড়ালো শীত, রাজ্য জুড়েই বজায় থাকবে ঠান্ডা

Published : Feb 10, 2020, 04:46 PM ISTUpdated : Feb 10, 2020, 04:50 PM IST
বিদায়বেলায় ঘুরে দাঁড়ালো শীত, রাজ্য জুড়েই বজায় থাকবে ঠান্ডা

সংক্ষিপ্ত

কলকাতা সহ রাজ্য জুড়ে বাড়ছে ঠান্ডা আপাতত গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তুরে হাওয়া দাপটে কমছে তাপমাত্রা  

বৃষ্টির ভ্রূকুটি কেটে গিয়ে পরিষ্কার হয়েছে আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো নামছে রাতের তাপমাত্রা। সোমবার তা নেমে গিয়েছে ১৩.৬ ডিগ্রিতে। আপাতত এই শীতের আমেজই বজায় থাকবে কলকাতা এবং জেলাগুলিতে। 

এ বছর শীতের পথে বার বার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ফলে তাপমাত্রা কয়েকদিনের জন্য নেমে গেলেও ফের তা ঊর্ধ্বমুখী হয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি এসে পারদ ফের নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এ দিন জানানো হয়েছে, আপাতত অন্তত বাহাত্তর ঘণ্টা কলকাতা সহ গোটা রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধু তাই নয়, এই মুহূর্তে বায়ুমণ্ডলে পশ্চিমী ঝঞ্ঝার মতো কোনও বাধা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ফলে আগামী বাহাত্তর ঘণ্টা গোটা রাজ্যেই শীতের আমেজ বজায় থাকবে। 

এ দিন কলকাতায় সর্বনিম্ব তাপমাত্রা কমে হয় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী বাহাত্তর ঘণ্টায় এই পরিস্থিতিই বজায় থাকবে।  জেলাগুলির তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি কমবে বলে পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 
 

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: বিধানসভা ভোটের আগে বন্ধ করা হবে কয়েক হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট?
LIVE NEWS UPDATE: টি-২০ বিশ্বকাপ ২০২৬ - বাংলাদেশের বিষয়ে কী সিদ্ধান্ত? নজর আইসিসি-র বৈঠকে