চা-চক্রে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী, আগেভাগেই রাজ্যপালের সঙ্গে সারলেন সৌজন্য সাক্ষাৎ

Published : Aug 15, 2022, 10:18 PM IST
চা-চক্রে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী, আগেভাগেই রাজ্যপালের সঙ্গে সারলেন সৌজন্য সাক্ষাৎ

সংক্ষিপ্ত

প্রতি বছরই ১৫ অগাস্ট সন্ধ্যায় রাজভবনে চা-চক্রের আয়োজন করা হয়। রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত এই চা-চক্রে আমন্ত্রিত থাকেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষেরা। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে বিশেষ আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এবছরও রাজ্যপালের চা-চক্রে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগে ভাগেই রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে আসেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের দিন বিকেলে রাজ্যপাল লা গণেশের সঙ্গে রাজ্যভবনে দিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
প্রতি বছরই ১৫ অগাস্ট সন্ধ্যায় রাজভবনে চা-চক্রের আয়োজন করা হয়। রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত এই চা-চক্রে আমন্ত্রিত থাকেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষেরা। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে বিশেষ আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
গত বছরের ন্যায় এই বছরও চা-চক্রে যোগ দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বরং গত বছরের মতো এই বছরও বিকেলেই রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে এই দিন একটি ছোটো বৈঠকও হয় মুখ্যমন্ত্রীর। তবে কী বিষয় সেই বৈঠকে আলোচনা হয়েছে তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা