রাজ্য়ে ফের একদিনে ৬২ জনের মৃত্যু,আক্রান্ত ৩,৩৪০

  • থামার নাম নিচ্ছে না রাজ্য়ে করোনা সংক্রমণের সংখ্যা
  •  সেপ্টেম্বরের ২৫ তারিখের মধ্য়ে নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি
  • এমনই আশা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়
  • যদিও  রাজ্য়ে ফের একদিনে মৃত্যু হয়েছে ৬২ জনের
     

থামার নাম নিচ্ছে না রাজ্য়ে করোনা সংক্রমণের সংখ্যা। মুখ্য়মন্ত্রী আসা করেছিলেন, সেপ্টেম্বরের ২৫ তারিখের মধ্য়ে বাংলায়া নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি। কিন্তু কোথায় কী।  রাজ্য়ে ফের একদিনে মৃত্যু হয়েছে  ৬২ জনের।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৩৪০ জন৷ 

রাজ্য়ের করোনা বুলেটিন বলছে,শনিবার বাংলায় করোনা নিয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৫৩ জন৷ সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৫ ১৩২ জন৷ একদিনে যে ৬২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতারই রয়েছেন ১৩ জন৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার রয়েছেন ১৯ জন৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ৩ জন, হাওড়ার ৬,হুগলির ৩ ও পশ্চিম বর্ধমানে মারা গিয়ছেন ২ জন৷

Latest Videos

একই পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের। সেখানে করোনা নিয়ে মারা গিয়েছেন ৩ জন৷ পশ্চিম মেদিনীপুরে এই সংখ্যাটা ৬, পুরুলিয়ায় ১, মুর্শিদাবাদে ১, উত্তর দিনাজপুরে ১ জনের৷ এছাড়াও জলপাইগুড়িতে করোনা নিয়ে প্রাণ হারিয়েছেন  ১, দার্জিলিংয়ে ১, কোচবিহারে ১, আলিপুরদুয়ারেও ১ জন৷ পরিস্থিতি বলছে, দুর্গাপুজোর মুখে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। এছাড়াও অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৷

গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়েছে ২৬৫ জন৷ করোনা বুলেটিনের তথ্য বলছে, ২৭, ১৩০ জন৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৩৪০ জন৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩,৩১০ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ২,৬৬,৯৭৪ জন৷ তবে বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। 
 
পরিসংখ্য়ান বলছে,রাজ্য়ে একদিনে ৪১,১২৮ টি নমুনা টেস্ট হয়েছে৷ শুক্রবার যে সংখ্যাটা ছিল ৪৩,২৮২ টি৷ এই মূহুর্তে বাংলায় মোট টেস্টের সংখ্যা ৩৩, ৫৫,৭২৬ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭,২৮৬ জন৷

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari