CPIM in Kolkata: দ্রুত ঘোষণা করতে হবে ভোটের সূচি, ১১ দফা দাবি নিয়ে বিধাননগর পৌরভবন অভিযানে বামেরা

দ্রুত নির্বাচন সহ ১১টি দাবি নিয়ে আজ বিধাননগর পৌরভবন অভিযান ও ডেপুটেশনের ডাক দেওয়া হয় সিপিআইএমের পক্ষ থেকে।

কলকাতা পুরসভার ভোটের(Kolkata Municipality vote) দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যে বাকি সমস্ত পুরসভা গুলির নির্বাচন নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এমনকী অন্যান্য পুরসভাকে বাদ রেখে কেন আগে কলকাতাকে বাছা হল তা নিয়েও দানা বেঁধেছে বিতর্ক। এমতাবস্থায় এবার অবিলম্বে বিধাননগর পৌরনিগমের(Bidhannagar Municipality) নির্বাচনের দিন ঘোষণার দাবিতে পৌরভবন অভিযান করল বামেরা। বৃহঃষ্পতিবার সিপিআইএমের(CPIM) পক্ষ থেকে সল্টলেকে(Salt Lake) করুণাময়ী থেকে পৌরভবন পর্যন্ত একটি মিছিল করা হয়। এরপরই পৌর ভবনের সামনে বিক্ষোভ দেখান বাম সমর্থিত কর্মীরা। অতি দ্রুত বিধাননগর পৌরনীগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা সহ ১১টি দাবি নিয়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বাম কর্মী-সমর্থকেরা(Left activist-supporters)। বিক্ষোভ শেষে বিধাননগর পুর প্রশাসকের কাছে ডেপুটেশনও দেন তারা।

১১ দফা দাবি মধ্যে বামেদের প্রধান দাবি হিসাবেই রয়েছে অবিলম্বে বিধাননগর পৌরনিগমের নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। পাশাপাশি পৌরনিগমে প্রশাসনিক বোর্ডের নামে তৃণমূল কংগ্রেসের দলীয় শাসন চলবে না বলেও ডেপুটেশনে দাবি জানিয়েছেন তারা। একইসাথে পৌরনিগমের সমস্থ অংশের জল নিকাশি ব্যবস্থা দ্রুত উন্নতিসাধনেরও দাবি জানানো হয়েছে। এছড়াও প্রতিটি ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, ভাঙ্গা রাস্তার মেরামতি, ডেঙ্গু প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা, অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি রয়েছে তাদের ডেপুটেশনে। এদিকে আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতা পৌরনিগমের নির্বাচন। তার আগে শাসক দলের পাশাপাশি জোরদার প্রচারাভিযানে নেমেছে বামেরাও।

Latest Videos

আরও পড়ুন-ব্যাঙ্ক ধর্মঘটের জেরে স্তব্ধ ATM পরিষেবা, রাজ্যে জুড়ে ঘোরতর সমস্যায় গ্রাহকেরা

বাম সমর্থিত প্রার্থীদের সমর্থনে কোথাও বড় মিছিল তো কোথাও ছোট মিছিলের ডাক দেওয়া হচ্ছে রোজই। এবার তাদের বড় ভরসা দলের একঝাঁক নবীন মুখ। কলকাতা পৌরভোটে কম বয়সী, তাজা স্বপ্ন নিয়ে কলকাতা শহরের ছোট লালবাড়ির দৌড়ে সিপিএম-এর রেড ভলান্টিয়ার্সরাকরোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে সিপিএম পন্থী তরুণ ব্রিগেড মানুষের পাশে দাঁড়াতে রেড ভলান্টিয়ার্সের নামেই ঝাপিয়ে পড়েছিল শহরের অলিতেগলিতে। তাঁদের এই অকুতোভয় পদক্ষেপ সমাজের প্রশংসা কুড়িয়েছিল। এবার পৌরভোটে তাঁদের প্রার্থী করে বাজিমাতের চেষ্টায় রয়েছে বামেরা। এমনকী এবারে বামেদের প্রচারে শহরের স্টিয়ারিংটা বাম দিকে ঘুরিয়ে দিন’ -এর মতো সমকপ্রদ স্লোগানও দেখা যাচ্ছে। আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচনে লাগাম নিজেদের হাতে ফেরাতে এভাবেই আবেদন জানাচ্ছে বামফ্রন্ট। সোশ্যাল মিডিয়াতেও চলছে জোরদার প্রচারাভিযান।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury