দক্ষিণ ২৪ পরগণায় ১৫০ কিমি বেগে তাণ্ডব শুরু, রাজ্য়ে ল্যান্ড করল আমফান

Published : May 20, 2020, 03:29 PM ISTUpdated : May 20, 2020, 03:41 PM IST
দক্ষিণ ২৪ পরগণায় ১৫০ কিমি বেগে তাণ্ডব শুরু, রাজ্য়ে ল্যান্ড করল আমফান

সংক্ষিপ্ত

রাজ্য়ে ঢুকে গেল ঘূর্ণিঝড় আমফান  দুপুর আড়াইটেতে শুরু হয়ে গিয়েছে 'ল্যান্ডফল'  তিন ঘণ্টার মধ্য়ে সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছবে ঘূর্ণিঝড়  দক্ষিণ ২৪পরগণায় ঝড়ের গতিবেগ ১৫০ কিলোমিটার   

রাজ্য়ে ঢুকে গেল ঘূর্ণিঝড় আমফান। দুপুর আড়াইটেতে শুরু হয়ে গিয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া। তিন ঘণ্টার মধ্য়ে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে রাজ্য়ে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়। ইতিমধ্য়েই দক্ষিণ ২৪ পরগণায় ঝড়ের মারাত্মক গতিবেগ টের পেয়েছে সেখানখার বাসিন্দারা।  ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে আমফান। কলকাতায় ঝড়ের গতিবেগ ৬৯ কিলোমিটার অনুভূত হয়েছে। সাংবাদিক সম্মেলনে সেই কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের প্রধান সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায়।

 

বিস্তারিত আসছে...
 

PREV
click me!

Recommended Stories

জর্ডনের রানী সর্বথ ইকরামুল্লাহর সঙ্গে কলকাতা ঘনিষ্ট যোগ, বিয়ে হয়েছিল করাচিতে- চিনুন এই মহিলাকে
Aroop Biswas : 'মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন' কুণালের মন্তব্যের পাল্টা দিল বিজেপি, কংগ্রেস