জারি সতর্কবার্তা, মমতার চাপ বাড়াচ্ছে ফণী

  • কলকাতায় ফণীর মোকাবিলায় কতটা তৈরি রাজ্য প্রশাসন? 
  • ফণী কী ভাবে চাপ বাড়াল মমতার?

arka deb | Published : May 3, 2019 8:29 AM IST

নতুন করে ভয় বাড়াচ্ছে ফণী। সৌজন্যে তার গতিপথ। এদিন সকাল নাগাদ ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ফণী।  তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৭০ কি.মি.।  অনুমান করা হয়েছিল এই ঝড় স্থলে যত এগোবে তত শক্তিক্ষয় হবে। ফলে পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষত্তিও হবে কম। কিন্তু বিধি বাম। আবহবিদরা বলছেন, ফণী এগোচ্ছে সমুদ্র ধরেই। ফলে তার শক্তি খুব বেশি কমবে না। পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০০ কিমি বেগে আছড়ে পড়বে ফণী। ইতিমধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে শুরু হয়ে গিয়েছে  বৃষ্টি।  মুখ্যমন্ত্রী নিজে অবস্থা সরেজমিনে তদারকির জন্যে পৌঁছেছন খড়্গপুরে। অনুমান আজ ভোররাতেই আছড়ে পড়তে পারে ফণী।

 ফণীর গতিপথ

ফণী এই মুহূর্তে দীঘার উপকূল থেকে ৩৬০ কিলোমিটার দূরে রয়েছে। প্রথমেই তার আছড়ে পড়ার সম্ভাবনা দুই মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণায়।


দেখে নেওয়া যাক কলকাতায় ফণীর মোকাবিলায় কতটা তৈরি রাজ্য প্রশাসন

১ সমস্ত বিপজ্জনক বহুতল খালি করা হচ্ছ।

২ দুর্ঘটনা ঘটাতে পারে এমন গাছের ডালপালা ভেঙে দেওয়া হচ্ছে।

৩ নিকাশি পাম্প প্রস্তুত রাখা হচ্ছে।

৪ ছোটদের পার্কগুলি বন্ধ রাখা হয়েছে।


রাজ্য জুড়ে জারি সতর্কতা

 

 

Share this article
click me!