পালা বদল হলেই 'বদলা' নেবে বিজেপি, ফেসবুকে হুঁশিয়ারি দিলীপের

  •  'বদলা নয়, বদল চাই' স্লোগান তুলেছিলেন মমতা
  •   রাজ্য়ে পালাবদল হলে সেই পথে হাঁটবে না বিজেপি
  •   দিলীপ ঘোষের ফেসবুক পোস্টে ফুটে উঠেছে সেই স্লোগান
  • কী লেখা রয়েছে দিলীপ ঘোষেের সেই স্লোগানে
     

পরিবর্তনের সরকার ক্ষমতায় এসে 'বদলা নয়, বদল চাই' স্লোগান তুলেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু রাজ্য়ে পালাবদল হলে সেই পথে হাঁটবে না বিজেপি। সম্প্রতি বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষের ফেসবুক পোস্টে ফুটে উঠেছে সেই স্লোগান। যেখানে লেখা রয়েছে- 'বদলাও হবে, বদলও হবে'। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই পোস্ট ঘিরে  শুরু হয়েছে বিতর্ক।

রাজ্য়ের রাজনীতির সাম্প্রতিক ছবি বলছে,মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে গণতন্ত্র  হত্যার অভিযোগ করেছে বিজেপি। দলের রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বহু জায়গায় বলেছেন,জোর করে পুলিশ দিয়ে তাদের কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে। বিজেপি করলেই গাজার মামলা দিয়ে গ্রেফতার করছে পুলিশ। অথচ মুখ্য়মন্ত্রী বলছেন বদলা নয় বদল চান। 

Latest Videos

এ বিষয়ে তৃণমূলের রাজনৈতিক হিংসার নৃশংস রূপ তুল ধরেছেন দিলীপবাবু। তাঁর দাবি, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের (চকইসমাইলপুর) একজন বিজেপি কর্মী, পবন জানাকে নির্মমভাবে হত্যা করছে তৃণমূল বাহিনী। তবে দিলীপ ঘোষ একা নন,বাংলার ভার্চুয়াল সভায় রাজ্য়ে রাজনৈতিক সংঘর্ষে শতাধিক বিজেপি কর্মী খুন হয়েছেন বলে দাবি  করেছেন অমিত  শাহ।

 এবার দেখা যাচ্ছে মারের বদলা মারের রাস্তাতেই হাঁটতে চলেছেন বিজেপির রাজ্য় সভাপতি। ২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে  কর্মীদের উদ্দীপ্ত করতেই এই স্লোগান তুলছেন তিনি।  তবে এই প্রথমবার নয়,এর আগেই ক্ষমতায় এলে পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ। কদিন আগেই বলেছেন, তৃণমূলের নেতাদের বুকের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে এসেছেন তিনি। আগামী নির্বাচনে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন।

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News