করোনায় আক্রান্ত রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা, কী বলছে নবান্ন

Published : Oct 16, 2020, 09:38 AM IST
করোনায় আক্রান্ত রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা, কী বলছে নবান্ন

সংক্ষিপ্ত

করোনায় আক্রান্ত রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা   আরটি-পিসিআর পদ্ধতিতে রিপোর্ট পজিটিভ আসে  এখন বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন  মুখ্যমন্ত্রী সহ রাজ্যে ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনি   

করোনায় আক্রান্ত রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার বিকেলে এডিজি পদে কর্মরত এই পুলিশকর্তাকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন, বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, রয়েছে পুজোতেও আশঙ্কা, কী বলছে হাওয়া অফিস

মাস খানেক আগেই বিবেক সহায় রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা পদে নিযুক্ত হন। মুখ্যমন্ত্রী সহ রাজ্যে ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনি। নবান্ন সূত্রের খবর, বুধবার অবধি তার শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। কিন্তু বুধবার পেরিয়ে বৃহস্পতিবার হতেই চিকিৎসকের চোখে ধরা পড়ে। সন্দেহ হতেই পাঠানো হয় নমুনা পরীক্ষা করাতে। এরপরেই আরটি-পিসিআর এ রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়ের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

আরও পড়ুন, 'দুর্গাপুজো বন্ধ করা ঠিক নয়', আদালতের ভর্ৎসনার পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী

সংস্পর্শে এসেছেন কারা, এই প্রশ্ন উঠতেই নবান্নের কোভিড মনিটরিং সেলের এক কর্তা জানিয়েছেন, 'রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়  একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও রাজ্যের ভিভিআইপিদের থেকে অনেক দূরেই ছিলেন। তবুও সমগ্র পরিস্থিতি উপর নজর রাখছে নবান্ন।'

PREV
click me!

Recommended Stories

WB 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব
Today live News: WB 7th Pay Commission - সপ্তম বেতন কমিশন গঠন হলেও এক পয়সা বাড়বে না কর্মীদের! দেখুন হিসেব