নিম্নচাপই ভরসা, বর্ষার ঘাটতি মিটবে কিনা সংশয়ে হাওয়া অফিস

  • বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ
  • নিম্নচাপের জেরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
  • মঙ্গলবার থেকে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ। রবি এবং সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে। মঙ্গলবার থেকে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হতে পারে। তবে তাতে বর্ষার ঘাটতি কতটা মিটবে, না নিয়ে এখনও সংশয়ে আবহবিদরা। নতুন এই নিম্নচাপটি কতটা শক্তি সঞ্চয় করে, সবই নির্ভর করছে তার উপর। 

শনিবারই আলিপুর আবহাওয়া দফতর থেকে বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরির হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। যদিও সেই নিম্নচাপ এখনও পুরোপুরি তৈরি হয়নি। আগামী আটচল্লিশ ঘণ্টায় উত্তর- পূ্র্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হবে নিম্নচাপটি। তার আগে পর্যন্ত অবশ্য কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 

Latest Videos

তবে মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি ঘণীভূত হয়ে গেলে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে টানা দু'- তিন দিন টানা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতে। এই নিম্নচাপের জেরেই সমু্দ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে। তাই আগামী আটচল্লিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমু্দ্রে যেতে নিষেধ করা হয়েছে।  

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today