দু'বছর মহামারী পরিস্থির জন্য কার্যত নম নম করে সারা হয়েছিল দুর্গাপুজো। এই বছর অবশেষে কোভিডের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবনযাত্রা। তাই এই বছর অন্যান্য বছরের তুলনায় ভিড় বেশি হওয়ার সম্ভাবনা প্রথম থেকেই ছিল। অষ্টমীর সন্ধ্যায় শহরের কোন রাস্তায় যানজটের অবস্থা কেমন? জেনে নেওয়া যাক -
অষ্টমীতেও বৃষ্টির চোখ রাঙানি কমেনি। তবেবৃষ্টির আশঙ্কা দমাতে পারেনি বাঙালির উৎসাহকে। শহরের রাস্তায় রাস্তায় দর্শনার্থীদের ভির। ষষ্ঠী থেকেই চোখে পড়ার মতো ভিড় উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। মহালয়ার পর থেকেই শুরু হয়েছে শহর তথা রাজ্যের একাধিক বড় পুজোর উদ্বোধন। কলকাতার বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাছাড়াও ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের নানা জেলার একাধিক পুজোর। দু'বছর মহামারী পরিস্থির জন্য কার্যত নম নম করে সারা হয়েছিল দুর্গাপুজো। এই বছর অবশেষে কোভিডের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবনযাত্রা। তাই এই বছর অন্যান্য বছরের তুলনায় ভিড় বেশি হওয়ার সম্ভাবনা প্রথম থেকেই ছিল। অষ্টমীর সন্ধ্যায় শহরের কোন রাস্তায় যানজটের অবস্থা কেমন? জেনে নেওয়া যাক -
অষ্ঠমীর বিকেল থেকেই শহরের একাদিক রাস্তায় যানজটের খবর পাওয়া গিয়েছে। গড়িয়াহাট এলাকায় প্রবল জ্যাম। একই দৃশ্য গড়িয়াতেও। রাসবিহারী রোডে প্রবল যানজট। থমকে টালিগঞ্জ থেকে হাজরা ও গড়িয়াহাট থেকে গোলপার্কের রাস্তা। যাদবপুর এলাকায় যানজটের বিশেষ খবর নেই। সেলিমপুর, নাকতলা, গাঙ্গুলিবাগান ইত্যাদি এলাকাও জনসমাগম হচ্ছে। শরৎ বোস রোডে প্রবল যানজটের খবর পাওয়া যাচ্ছে।
তৃতীয়া থেকেই কমবেশি জনসমাগম দেখা যাচ্ছে বিভিন্ন মণ্ডপে। এই বছর ভিড়ও অন্যান্য বছরের থেকে অনেক বেশি হবে বলে ধারণা ছিল প্রশাসনের। উদ্বোধনের পরই উপচে পড়া ভিড়ের চিত্র দেখা গিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তাই পুজোর সময় যানজট এড়াতে ও পুজোর জন্য সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় তাই বিশেষ পুজো গাইড ম্যাপ প্রকাশ করেছে কলকাতা পুলিশ। বুধবার নিজেদের ফেসবুক পেজ থেকে এই ম্যাপের ছবি শেয়ার করে কলকাতা পুলিশ। দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এই বিশেষ পদক্ষেপ কলকাতা পুলিশের।