সমাজবন্ধু কৃষক, তাদের সম্মান জানাতে আসছে বেহালার বড়িশা সর্বজনীন

  • কলকাতায় থিম পুজোর কাজের তোড়জোড় চারিদিকে
  • অভিনব ভাবনা দিয়ে নিজেদের পুজো প্যান্ডেল সাজাতে চলেছে বেহালার বড়িশা সর্বজনীন 
  • তাদের প্রস্তুতিও প্রায় শেষের দিকে
  • এবছর তাদের থিম হল 'পালক' 

debojyoti AN | Published : Sep 17, 2019 5:46 AM IST / Updated: Sep 23 2019, 02:07 PM IST

সেঁজুতি দাস

ঢাকে পড়ে গিয়েছে কাঠি। শরতের নীল আকাশ আর কাশ ফুল জানান দিচ্ছে মা আসছে। মা আসার সেই আনন্দ মেতে উঠেছে শহর কলকাতা। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতিও। বেহালার ঐতিহ্য মন্ডিত পুজো-এর কাজও পুরোদমে শুরু হয়ে গিয়েছে। এবছরও একটি নতুন ও অভিনব ভাবনা দিয়ে নিজেদের পুজো প্যান্ডেল সাজাতে চলেছে দক্ষিণ কলকাতার বড়িশা সর্বজনীন। এবছর তাদের থিম হল 'পালক'।

Latest Videos


মানুষ যত আধুনিক হয়েছে, তত‌ই প্রকৃতি থেকে দূরে সরে এসেছে। কংক্রিটের জঙ্গলে ভরছে শহর। এক চিলতে সবুজ খুঁজে পাওয়া দুষ্কর। চাষের জমিও প্রমোটারের দখলে চলে যাচ্ছে। পেশা বদল ক‍রতে বাধ‍্য হচ্ছে কৃষক। এমনটা চলতে থাকলে খাদ‍্যসঙ্কট তৈরি হতে বাধ্য। এবারের দুর্গাপুজোয় মানুষকে এই বার্তাই দিচ্ছে দক্ষিণ কলকাতার বড়িশা সর্বজনীন। সমাজবন্ধু কৃষকদের কথা মাথায় রেখেই ক্লাবের এবারের থিম 'পালক'।  রোদ, ঝড়, জল মাথায় করে এঁরা ফসল ফলান, আমাদের পালন করেন। তাই তাঁদের সম্মান জানাতে গোটা মন্ডপটাই কৃষি সরঞ্জাম দিয়ে সাজিয়ে তুলেছেন শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। শিল্পীকে সাহায‍্য করতে তমলুক থেকে আনা হয়েছে একশো জন কারিগর। রাত দিন এক করে কাজ করছেন। একচালা ঘরে মৃন্ময়ী মা এখানে আটপৌরে গ্রাম‍্য বধূ। পুরো মন্ডপটা ধরে রেখেছে একটা গাছের কান্ড, মূল, শাখা মূল। মন্ডপকে ঘিরে তৈরি করা হয়েছে ছোট্ট পরিখা। তাতে রয়েছে পদ্ম।

বড়িশা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস‍্য দীপরাজ সামন্ত জানিয়েছেন, এবার তাঁদের পুজোর বাজেট ষাট লক্ষ টাকা। তৃতীয়াতে প‍্যান্ডেল দর্শকদের জন‍্য খুলে দেওয়া হবে। স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নিরাপত্তা, বায়ো টয়লেট, চব্বিশ ঘন্টার মেডিক‍্যাল ক‍্যাম্পের যথাযথ ব‍্যবস্থা থাকছে। গত দু বছরের মতো এবার ও পুজোর উদ্বোধনে আনা হবে চলচ্চিত্র অভিনেতা বা অভিনেত্রীকে। 

গত বছর তাদের থিমে উঠে এসেছিল আন্দামানের জারোয়া জনজাতিদের জীবন যাত্রা। এবছর তাদের এই থিমের স্বাদ নিতে আপনাকে যেতে হবে বেহালার বড়িশা সর্বজনীন-এর পুজোতে।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024