জলই জীবন, এই বার্তার সঙ্গেই মা পূজিত হবে কাশী বোস লেন-এ

  • কলকাতায় থিম পুজোর কাজ শুরু হয়ে গিয়েছে অনেকদিনই
  • কাশী বোস লেন-এর পুজো এবছর ৮২ বছরে পর্দাপণ করলো
  • উত্তর কলকাতার পুজো গুলির মধ্যে অন্যতম হল কাশী বোস লেন 
  • এবছর তাদের থিম হল 'জল সংকট' 

ইতিমধ্যেই মা দুর্গার আগমন বার্তায় সেজে উঠেছে চারিদিক। বছর ঘুরে আবার নিজের বাপের বাড়ি ফিরছেন মা দুর্গা। আর তার আগেই ক্লাবগুলিতে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। সেরার লড়াইয়ে কোন প্যান্ডেল এগিয়ে থাকবে এবং দর্শনার্থীদের বেশি মন কাড়বে সে চিন্তায় ব্যস্ত সমস্ত পুজো কমিটিগুলিই। তাদের মধ্যেই আবারও একটি নতুন ও অভিনব ভাবনা দিয়ে নিজেদের পুজো প্যান্ডেল সাজাতে চলেছে উত্তর কলকাতার কাশী বোস লেন। এবছর তাদের থিম হল 'জল সংকট'।  

উত্তর কলকাতার পুজো গুলির মধ্যে অন্যতম হল কাশী বোস লেন। এই বছর ৮২ বছরে পা দিল এই পুজো। জল সংকট এক অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জলই জীবন। হীরের চেয়েও দামি জল। এই বার্তাই মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন কাশী বোস লেন-এর পুজো কমিটি। জল বাঁচান, আপনি বাঁচুন। জল না থাকলে আশেপাশের পরিস্হিতি বদলে গিয়ে কিরকম দৃশ্য চোখে পড়বে,তা তুলে ধরা হবে এবারের মন্ডপ সজ্জায়। এবছর সমগ্র পুজো পরিকল্পনার দায়িত্বে রয়েছেন প্রদীপ। 
গত বছর তাদের মন্ডপে থিমের মাধ্যমে ফুটে উঠেছিল শান্তির বার্তা। গত বছর তাদের প্রতিমা-র দায়িত্বে ছিলেন শ্রী সনাতন দিন্দা, ও পুজো পরিকল্পনার দায়িত্বে ছিলেন প্রদীপ। এবছর ও তাঁরা আশাবাদী তাঁদের পুজো নিয়ে। 

Latest Videos

ক্লাবটির ঠিকানা হল কাশী বোস লেন, মানিকতলা, কলকাতা-৬। বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু গড়তে তারা কতটা কার্যকরী হবে তা জানতে হলে পুজো পর্যন্ত অপেক্ষা করতেই হবে, এবং অবশ্যই ঘুরে যেতে হবে কাশী বোস লেন-এর এই বিখ্যাত পুজো থেকে ।   

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু