উড়িয়ে দেওয়া হবে বিমান! হুমকী ফোনে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ

Published : May 26, 2019, 07:54 PM ISTUpdated : May 26, 2019, 11:13 PM IST
উড়িয়ে দেওয়া হবে বিমান! হুমকী ফোনে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ

সংক্ষিপ্ত

হুমকি ফোনে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ উড়িয়ে দেওয়া হবে বিমান ফোনের ওপার থেকে ভেসে আসে এক সন্দেহভাজনের গলা

আচমকাই বেজে ওঠে টেলিফোন। ফোনের ওপার থেকে ভেসে আসে এক সন্দেহভাজনের গলা। ব্যাঙ্গালোর বিমানবন্দরে ফোন করে জানানো হয় যে মাঝ আকাশেই নাকি উড়িয়ে দেওয়া হবে এয়ার এশিয়ার বিমান। মাঝ আকাশে থাকা বিমানটিকে সঙ্গে সঙ্গে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। ব্যাঙ্গালোর বিমানবন্দর থেকে ফোনে বিষয়টি জানানো হয় কলকাতা বিমানবন্দরে। তারপরই নেওয়া হয় ব্যবস্থা। 

জানা গিয়েছে এয়ার এশিয়ার ওই বিমানে ছিল ১৮০ জন যাত্রী। বাগডোগরা থেকে কলকাতামুখী এয়ার এশিয়ার বিমানটি মাঝ আকাশেই উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়ার পরই বিমানটির জরুরি অবতরণ করানো হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই ১৮০ জন যাত্রীকেই নিরাপদে বের করে আনা হয়েছে। বিমানটিকে খালি করে শুরু করা হয়েছে তল্লাশি। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে বোম্ব স্কোয়াডের লোক, রয়েছে সিআইএসএফ-এর সদস্যরা। কে বা কারা ওই ফোন করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। বিশ্বস্ত সূত্রে খবর, একটি এসটিডি বুথ থেকে ফোনটা এসেছিল।

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর