একুশের আগে কল্পতরু মমতার সরকার, বাজেটে বেকার ও প্রবীণদের জন্য নয়া প্রকল্প ঘোষণা

  • একুশের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট
  • বাজেটে দরাজ অর্থমন্ত্রী অমিত মিত্র
  • বেকার ও প্রবীণদের জন্য নয়া প্রকল্প ঘোষণা
  • চা বাগানের আয়কর মকুব

Tanumoy Ghoshal | Published : Feb 10, 2020 9:30 AM IST / Updated: Feb 10 2020, 03:02 PM IST

প্রত্যাশা ছিলই। বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে একাধিক প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। নয়া কী কী প্রকল্প চালু হচ্ছে, দেখে নিন একনজরে।

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য 'কর্মসাথী' প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্রের। এই প্রকল্পে বছরে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত হবে।

রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য চালু হতে চলেছে 'বন্ধু' নামে  একটি নয়া প্রকল্প।  এই প্রকল্পে ৬০ বছরের বেশি বয়সী যেসব নাগরিক পেনশন পান না, তাঁদের মাসে হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। সামাজিক সুরক্ষায় নয়া প্রকল্প ঘোষণা আদিবাসীদের জন্যও। 

চা বাগানগুলির আয়কর সম্পর্ণ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চা বাগান গৃহহীন শ্রমিকদের জন্য চালু হচ্ছে 'চা-সুন্দরী প্রকল্প'। এই প্রকল্পে বাড়ি পাবেন শ্রমিকরা।

আগামী অর্থবর্ষের রাজ্যের আরও তিনটি নতুন বিশ্ববিদ্যালয় চালুর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। 

Share this article
click me!