রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রকের চার সদস্যের প্রতিনিধি দল

  • রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে গঠিত প্রতিনিধি দল
  • স্বরাষ্ট্রমন্ত্রকের চার সদস্যের প্রতিনিধি দল রাজ্যে সফরে
  • আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হবে
  • স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন

রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এমনই দাবি বিজেপি শীর্ষ নেতৃত্বের। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলেও দাবি উঠছে, অন্যদিকে, এই ধরণের হামলার খবর পুরোপুরি অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে এবার বাংলায় এল স্বরাষ্ট্রমন্ত্রকের একটি প্রতিনিধি দল। চার সদস্যের এই প্রতিনিধি দল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বুধবারই পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানতে চাওয়া হয় রাজ্যের পরিস্থিতি সম্পর্কে। সময় নষ্ট না করে যাতে এই ধরণের আইন ভঙ্গের ঘটনা বন্ধ করা হয়, তার নির্দেশ দেওয়া হয়। প্রতিটি আইন ভঙ্গের ঘটনাকে যেন রাজ্য সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করে, তার নির্দেশও দেওয়া হয় চিঠিতে।

Latest Videos

মঙ্গলবার পর্যন্ত নির্বাচন পরবর্তী হিংসায় কমপক্ষে ছয় জন মারা গিয়েছেন রাজ্যে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন রাজ্যে বেশ কিছু জায়গায় আইন শৃঙ্খলার অবনতির ঘটনা রাজ্য প্রশাসনের নজরে এসেছে। 

কোনও রকমের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিন তিনি বলেন রাজ্যের যে সব এলাকায় বিজেপি জিতেছে, সেখানে অনেক রকম ঘটনা ঘটছে। রাজ্য প্রশাসনের নজরে রয়েছে এই বিষয়গুলি। এতদিন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের আওতায় ছিল, রাজ্য সরকার কিছু করে উঠতে পারেনি। কিন্তু এবার কড়া হাতে এই ধরণের ঘটনার মোকাবিলা করবে রাজ্য সরকার। তিন মাস ধরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সেইসব মেরামত করতে হবে। এটা বড়ো চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে। 

নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির ওপর আক্রমণ হচ্ছে বলে বেশ কিছু প্রচার ভিডিও প্রকাশ করা হয়েছে, যা দেখা গিয়েছে একেবারেই ভুয়ো। সব পুরোনো ঘটনাকে নতুনের মত করে সামনে তুলে ধরে প্রকাশ করা হচ্ছে। এদিন রাজ্যবাসীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেন, যাতে এই ধরণের ভুয়ো ভিডিওতে কেউ বিশ্বাস না করেন। 

মুখ্যমন্ত্রীর আবেদন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে। নির্বাচন পূর্বে ও নির্বাচন চলাকালীন অনেক অত্যাচার হয়েছে। সেসব বন্ধ করতে হবে। নয়তো আইন আইনের পথে চলবে। মমতা বলেন, বাংলা শান্তিপ্রিয় জায়গা, সংহতি,সম্প্রীতি ও সংস্কৃতির জায়গা। সর্ব ধর্ম বর্ণের মানুষ যেন এখানে শান্তিতে থাকতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope