দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি! জানাচ্ছে হাওয়া অফিস

swaralipi dasgupta |  
Published : Aug 11, 2019, 05:21 PM IST
দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি! জানাচ্ছে হাওয়া অফিস

সংক্ষিপ্ত

এখন আবহাওয়ার মন বোঝা দায় কখনও কাঠফাটা রোদ, আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি তবে গরম সে ভাবে কমেনি এরই মধ্য়ে আবহাওয়া দফতর নতুন খবর দিল  

এখন আবহাওয়ার মন বোঝা দায়। কখনও কাঠফাটা রোদ, আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। তবে গরম সে ভাবে কমেনি। এরই মধ্য়ে আবহাওয়া দফতর নতুন খবর দিল। 

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে বাঁকু়ড়া, পুরুলিয়া, বীরভুম ও মালদহের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও হাওয়া অফিস জানাচ্ছে পূর্ব বর্ধমান,, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কলকাতায়ও  বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 

হাওয়া অফিস জানাচ্ছে, গত নিম্নচাপে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। কিন্তু তেমন বৃষ্টি হয়নি। এবার মৌসুমী অক্ষরেখা সরাসরি দক্ষিণ বঙ্গের উপর অবস্থান করছে। এছা়ড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে আগামী ২ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, যেটি ৪৮ ঘন্টা পরে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।
 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?