উচ্চমাধ্যমিকের ফল, ৩১ জুলাই মিলবে মার্কশিট, প্রকাশিত হবে না মেধা তালিকা

Published : Jul 17, 2020, 03:46 PM ISTUpdated : Jul 17, 2020, 04:41 PM IST
উচ্চমাধ্যমিকের ফল, ৩১ জুলাই মিলবে মার্কশিট, প্রকাশিত হবে না মেধা তালিকা

সংক্ষিপ্ত

১২ মার্চ পরীক্ষা শুরু হয় ২১ মার্চ পরীক্ষা শেষ ৩৭ বিষয় উচ্চমাধ্যক হয়  প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল 

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে থাকছে না কোনও মেরিট লিস্ট। মেধা তালিকা ছাড়াই ২০২০ তে সামনে এল উচ্চ মাধ্যমিকের ফলাফল। বিকেল চারটে থেকেই বিভিন্ন ওয়েবসাইটে মিলবে রেজাল্ট। মোট ৩৭টি বষয় পরীক্ষা নেওয়া হয়েছে। তিনটি বিষয় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই প্রকাশিত হচ্ছে না মেধা তালিকা, সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হল উচ্চমাধ্যমিক শিক্ষা পর্যদ থেকে। 

যে মার্কশিট আজ অনলাইনে আজ মিলবে তা অরিজিনাল মার্কশিটের রেপলিকা। চলতি মাসের ৩১ তারিখে স্কুল থেকে মিলবে মার্কশিট। ৩১ অগাস্টের মধ্যেই করা যাবে স্ক্রটিনি। তবে যে যে পরীক্ষা হয়নি তাতে কোনও রিভিউ বা স্ক্রটিনি করা সম্ভব নয়।  তবে এই বিষয়গুলিকে নিয়ে যদি কোনও ছাত্রছাত্রীর মনে সংশয় থাকে তবে সেই পরীক্ষাগুলো ছাত্রছাত্রীরা দিতে পারবেন। 

তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই সেই পরীক্ষা নেওয়া সম্ভব। পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিকেও পরবর্তী বছরের পরীক্ষার দিন ঘোষণা করা সম্ভবপর হয়। মাধ্যমিকের সঙ্গেই তা জানিয়ে দেওয়া হয়ে। 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?