শুক্রবার বিকেল চারটে নাগাদ কলকাতার বুকে আছড়ে পরবে ফণী, যার জেরে ৬০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর। ওড়িশার ওপর থেকে ২০০ কিলোমিটার বেগে বয়ে আসা ফণী শক্তি হারিয়ে খানিক দুর্বল হলেও, আয়লার ক্ষয় -ক্ষতির কথা মাথায় রেখেই তৎপর প্রশাসন। বৃহস্পতিবার কলকাতা পুরসভার একাধিক বিভাগের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন মেয়র ফিরাদ হাকিমও। ঝড়ের পূর্বাভাসের ২৪ ঘন্টা আগেই বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয় পুরসভার পক্ষ থেকে।
প্রসঙ্গত ফণীর পূর্বাভাসে দফায় -দফায় বৈঠকে বসে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ।পুলিশ প্রশাসন সর্বত্র সতর্কবার্তা জারি করেছে। ফণীর দাপটে যাতে শহরের বুকে কোনও বড় -সড় সমস্যার সৃষ্টি না হয়, তাই আগাম বিপদ এড়াতে যথাসম্ভব তৎপর পুরসভা। ৩মে শুক্রবার বিকেল থেকে ৪মে শনিবার পর্যন্ত ফণীর প্রভাব থাকবে রাজ্যে। তারপর তা বাংলাদেশের দিকে সরে যাবে বলে জানানো হয় আবহাওয়া দপ্তর থেকে।