ঐতিহাসিক পাশের হার উচ্চমাধ্যমিকে, কলকাতার জয়, এগিয়ে কোন কোন জেলা

Published : Jul 17, 2020, 04:06 PM ISTUpdated : Jul 17, 2020, 04:20 PM IST
ঐতিহাসিক পাশের হার উচ্চমাধ্যমিকে, কলকাতার জয়, এগিয়ে কোন কোন জেলা

সংক্ষিপ্ত

ঐতিহাসিক পাশের হার ২০২০-তে এগিয়ে কলকাতার ফলাফল পাশের হার ৯০.১৩ শতাংশ  কোন কোন জেলায় অভিনব ফলাফল 

২০২০ সালে রেকর্ড পাশের হার। ১৭ জুলাই প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। প্রকাশিত হল না মেধা তালিকা। তবে এবার পাশের হার ৯০.১৩ শতাংশ, যা সকলকে চমক দিয়েছেন। গত বছরের তুলনায় তা ৪ শতাংশ বেশি। মেধা তালিকা প্রকাশ্যে না এলোও সামনে এলো প্রথম স্থান প্রাপ্তের নম্বর, ৫০০-তে সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯। 

উচ্চমাধ্যমিকে ভালো ফলে সকলকে ছাপিয়ে গেল কলকাতা। কলকাতার পাশাপাশি বেশ কিছু জেলাও এবার অভিনব ফলাফল করেছে। যার মধ্যে রয়েছে নদিয়া, হাওয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রাম। অনবদ্য রেজাল্ট, তবে তিনটি বিষয় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি করোনার আহবে। তাই কোনও ছাত্রছাত্রী যদি প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়, তবে সে পরীক্ষা দিতে পারবে। 

৩১ জুলাই মিলবে মার্কশিট। ৫২ টি বুথ ক্যাম্পে স্বাস্থ্যবিধি মেনেই দেওয়া হবে রেজাল্ট। তবে অনলাইনে রেজাল্ট ডাউলোড করা যাবে, যা আসল রেজাল্টের হার্ড কপির রেপ্লিকা। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। 

 

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?