উত্তর পশ্চিম হাওয়ার ধাক্কায় পারদ পতন, মরশুমের শীতলতম দিন কলকাতায়

  • একধাক্কায় তিন ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রা
  • মঙ্গলবার মরশুমের শীতলতম দিন কলকাতায়
  • আগামী দু' দিন জেলাগুলিতে আরও নামবে তাপমাত্রা
     

উত্তর পশ্চিম শীতল হাওয়ার জের। একধাক্কায় তিন ডিগ্রি নেমে গেল পারদ। যার ফলে এই মরশুমে শীতলতম দিন পেল কলকাতা। শহরের তাপমাত্রা কমে হল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানাচ্ছেন আবহবিদরা।

সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা তিন দিনের জন্য কমতে পারে বলে সোমবারই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মিলিয়ে দিয়ে এ দিন পারদের পতন ঘটে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু' দিন উত্তর-পশ্চিম শীতল বাতাস প্রবেশে কোনও বাধা নেই। 

Latest Videos

কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশ কিছুটা নামতে পারে বলে আশাবাদী আবহবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু' দিনে কোনও কোনও জেলায় তাপমাত্রা ১২- ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। 

যদিও এখনই শীত পড়েছে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও হাল্কা কুয়াশা থাকবে সকালের দিকে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 
 

Share this article
click me!

Latest Videos

'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন