উত্তর পশ্চিম হাওয়ার ধাক্কায় পারদ পতন, মরশুমের শীতলতম দিন কলকাতায়

Published : Dec 03, 2019, 01:10 PM IST
উত্তর পশ্চিম হাওয়ার ধাক্কায় পারদ পতন, মরশুমের শীতলতম দিন কলকাতায়

সংক্ষিপ্ত

একধাক্কায় তিন ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার মরশুমের শীতলতম দিন কলকাতায় আগামী দু' দিন জেলাগুলিতে আরও নামবে তাপমাত্রা  

উত্তর পশ্চিম শীতল হাওয়ার জের। একধাক্কায় তিন ডিগ্রি নেমে গেল পারদ। যার ফলে এই মরশুমে শীতলতম দিন পেল কলকাতা। শহরের তাপমাত্রা কমে হল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক বলেই জানাচ্ছেন আবহবিদরা।

সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা তিন দিনের জন্য কমতে পারে বলে সোমবারই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মিলিয়ে দিয়ে এ দিন পারদের পতন ঘটে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু' দিন উত্তর-পশ্চিম শীতল বাতাস প্রবেশে কোনও বাধা নেই। 

কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও জেলাগুলিতে তাপমাত্রা আরও বেশ কিছুটা নামতে পারে বলে আশাবাদী আবহবিদরা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু' দিনে কোনও কোনও জেলায় তাপমাত্রা ১২- ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। 

যদিও এখনই শীত পড়েছে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও হাল্কা কুয়াশা থাকবে সকালের দিকে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 
 

PREV
click me!

Recommended Stories

প্রকাশিত নতুন নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের তালিকা, জোড়া আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি
চলবে রক্ষণাবেক্ষণ ও লোড টেস্টের কাজ, সপ্তাহান্তে একটানা ৩ দিন বন্ধ তারাতলা ব্রিজ