খাস কলকাতাতেই ২০ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, উদ্বেগে পুরসভা

  • কলকাতায় করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়াল ২০ হাজার
  •  গত ২৪ ঘণ্টায় শহরে করোনা নিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের
  • মহানগরে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজারের বেশি করোনা রোগী
  •  একদিন শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন

এবার কেবল কলকাতার বুকেই করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়াল ২০ হাজার। গত ২৪ ঘণ্টায় শহরে করোনা নিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের৷ তবে আশার বিষয়, মহানগরে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজারের বেশি করোনা রোগী। বুধবার স্বাস্থ্য ভবনের বুলেটিন জানিয়েছে, একদিন শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন৷ ফলে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২১৯ জন৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৭৭৮ জন।

পরিসংখ্য়ান বলছে কলকাতায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০ ৷ বুলেটিন বলছে, কলকাতা শহরে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২৩ জনের৷ গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১৭ জনের৷ গতকাল মৃতের সংখ্যাটা ১০ জন৷  এই পর্যন্ত কলকাতায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৩ ১৬৯ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৭৭ জন৷ 

Latest Videos

এদিকে আজ থেকে কলকাতায় শুরু র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট৷ মাত্র ৪০ মিনিটেই মিলবে এই পরীক্ষার মাধ্য়মে পাওয়া যাবে করোনার রিপোর্ট৷ সম্প্রতি এই ঘোষণা করেচিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার তার বাস্তবায়ন হতে চলেছে। 

জানা গিয়েছে, দিল্লি সহ একাধিক রাজ্যে ইতিমধ্য়েই  শুরু হয়েছে এই টেস্ট। রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার সেই পথেই হাঁটতে চলেছে কলকাতা৷ মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাংলায় অ্যান্টিজেন টেস্ট করা হবে৷ যার ফলে দ্রুত পরীক্ষার ফল দেখতে পাবে মানুষ। ইতিমধ্য়েই নতুন পরীক্ষার কিট রাজ্য়ে পাঠিয়েছে আইসিএমআর। দাবি অনুযায়ী মাত্র ৪০ মিনিটেই এর মাধ্য় করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। 

সূ্ত্রের খবর, কলকাতা পুরসভার বরোগুলিতে প্রতিদিন ৫০টা করে র‌্যাপিড টেস্ট হওয়ার কথা। নিয়ম অনুসারে এই পরীক্ষার মাধ্য়মে একসঙ্গে ৮ জনের পরীক্ষা করা যাবে। সম্ভব৷ সব মিলিয়ে ১৬টি বরোতে একদিনে ৬৪০০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। অতীতে বেলগাছিয়াতে র‌্যাপিড টেস্ট শুরু হয়েছিল৷ কিটে কিছু সমস্য়া তৈরি হওয়ায় সেবার বন্ধ করা হয়েছিল এই টেস্ট।

রাজ্য়ে করোনায় আক্রান্তের সংখ্য়া কমছে না।  রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, একদিনে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্য়া ২২৯৪। বেড়েছে মৃতের সংখ্যা৷ গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছে রাজ্য়ে। তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। পরিসংখ্য়ান বলছে, রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার একদিনে অনেকটাই বেড়েছে। আগে যেটা ৬৩ শতাংশে গিয়ে ফের নীচের দিকে যাচ্ছিল, এখন তা ফের ৬৭ শতাংশে পৌঁছেছে। 

Share this article
click me!

Latest Videos

জমি নিয়ে চরম বিবাদ! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন, চাঞ্চল্য Canning-এর Basanti-তে, দেখুন
সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari
রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case
'সেদিন নাটক করেছিল মুখ্যমন্ত্রী, একজনের শাস্তি চেয়েছিলেন!' বিস্ফোরক অধীর | Adhir Chowdhury | RG Kar