যাদবপুর এলাকায় পরের পর এটিএম প্রতারণার ঘটনা। আর তারই জেরে শহরজুড়ে এটিএম পরীক্ষা শুরু করল কলকাতা পুলিশ। এটিএমগুলিতে কোনও লুকনো যন্ত্র লাগিয়ে গ্রাহকদের ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এটিএম পরীক্ষার জন্য সব থানাকে নির্দেশ দেয় লালবাজার। সোমবার রাত থেকেই এই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে।
সোমবার থেকে যাদবপুর থানায় অন্তত পয়ত্রিশটি এটিএম প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রতারিতরা যাদবপুর এলাকার কোনও না কোনও এটিএম-এ কয়েকদিনের মধ্যে ডেবিট কার্ড ব্যবহার করেছিলেন। গ্রাহকদের তথ্য হাতিয়ে দিল্লির কয়েকটি জায়গা থেকে টাকা তুলে নিয়েছে প্রতারকরা। সবমিলিয়ে খোয়া গিয়েছে কয়েক লক্ষ টাকা। কীভাবে দিল্লিতে বসে প্রতারকরা গ্রাহকদের তথ্য হাতিয়ে নেওয়া হল, প্রতারণার পিছনে কারা রয়েছে, তা জানতে এথিক্যাল হ্যাকারদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা।