আজ মহাষষ্ঠী, এদিকে একদিনে রেকর্ড আক্রান্ত কলকাতায়

  • পঞ্চমিতেও করোনার ব্যাটিং অব্য়হত কলকাতা সহ রাজ্যে 
  •  একদিনের আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ল  
  •  একদিনে কলকাতা করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৯  জন
  • পুজো আসতেই সুস্থতার হার কমে ৮৭. ৪৫ শতাংশ 

পঞ্চমিতেও করোনার ব্যাটিং অব্য়হত কলকাতা সহ রাজ্যে। প্রতি ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্য়ায় বাকিদের পিছনে ফেলছে ফের কলকাতা এবং উত্তর ২৪ পরগণা। তবে আশঙ্কার বিষয় এটাই যে, যেখানে সেপ্টেম্বর মাসে প্রতিদিন এই ২ শহরে ৬০০ এর মধ্য়ে আক্রান্তের সংখ্যা ওঠা নামা করত,অক্টোবারের শেষে সেই সংখ্যাটা  এবার ৯০০ ছুঁইছুঁই। একদিনে কলকাতা করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৯ জন এবং উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত  ৮৭২ জন। আরও একবার সবাইকে হারিয়ে করোনায় শীর্ষে কলকাতা।

 

Latest Videos

 

মহা পঞ্চমীতে একই সংখ্যায় মৃত্যু কলকাতা- উত্তর ২৪ পরগণায়

বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  একদিনে কলকাতা করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৯  জন এবং উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত  ৮৭২  জন। ফের আরও একবার সবাইকে হারিয়ে করোনায় শীর্ষে কলকাতা। একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৪০৬৯ জন। বুধবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায়  একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৬৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৬২৪৪। এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১৯ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৯ জনের।

 

 

 পুজো আসতেই সুস্থতার হার আরও কমে ৮৭. ৪৫ শতাংশ 


বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় এই অবধি করোনায় মোট আক্রান্ত হয়েছে,  ৭২ হাজার ৩৪১ জন।   এবং বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩৩, ১২৬  জন। রাজ্য একদিনে অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্যা ৪০৯ জন এবং এই পর্যন্ত ৩৫ হাজার ৫৭৯  জন। মোট হাসপাতাল ছুটি পেয়েছেন  ২৯১, ৩০৩ জন।  সুস্থতার হার অক্টোবারের শুরুর থেকে সামান্য কমে  ৮৭. ৯৩  শতাংশ থেকে  ৮৭. ৪৫ শতাংশ।

Share this article
click me!

Latest Videos

অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি