পুজোর আনন্দের আড়ালে করোনায় আরও মৃত্যু, একদিনে ফের রেকর্ড সংক্রমণ কলকাতায়

  • দশমীতেও করোনার সংক্রমণ অব্য়হত কলকাতায় 
  •  একদিনের আক্রান্তের সংখ্যা ফের লাফিয়ে বাড়ল  
  •  একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা ৮৯৬ জন
  •  বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪৯, ৭০৯  জন 


দশমীতেও করোনার সংক্রমণ অব্যহত কলকাতা সহ রাজ্যে। প্রতি ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্য়ায় বাকিদের পিছনে ফেলে বরাবরের মতোই ফের কলকাতা এবং উত্তর ২৪ পরগণা। তবে আশঙ্কার বিষয় এটাই যে, যেখানে সেপ্টেম্বর মাসে প্রতিদিন এই ২ শহরে ৬০০ এর মধ্য়ে আক্রান্তের সংখ্যা ওঠা নামা করত,অক্টোবারের শেষে সেই সংখ্যাটা  এবার ৯০০ পেরোল। একদিনে কলকাতা করোনা আক্রান্তের সংখ্যা ৯১০ জন এবং উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৯১৫ জন। আরও একবার সবাইকে হারিয়ে করোনায় শীর্ষে কলকাতা।  

 

Latest Videos

 

পাশাপাশি কলকাতা এবং উত্তর ২৪ পরগণা


পুজোর মধ্যে ফের সংক্রমণ মাত্রা ছাড়াল। রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  একদিনে কলকাতা করোনা আক্রান্তের সংখ্যা ৯১০ জন এবং উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত  ৯১৫ জন। ফের আরও একবার সবাইকে হারিয়ে করোনায় শীর্ষে কলকাতা। একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৪১২৭ জন। শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায়  একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৬০ জন।  এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১৪ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৮ জনের। এবং মোট মৃতের সংখ্যা ৬,৪৮৭। 

 

 

সুস্থতার হার সামান্য বাড়ল
 
রবিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় এই অবধি করোনায় মোট আক্রান্ত হয়েছে,  ৭৫ হাজার ৯১৬ জন।   এবং বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪৯, ৭০৯  জন। রাজ্য একদিনে অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্যা ২১০ জন এবং এই পর্যন্ত ৩৭ হাজার ১৭  জন। মোট হাসপাতাল ছুটি পেয়েছেন  ২৯৮, ৫৮৭ জন।  সুস্থতার হার অক্টোবারের শুরুর থেকে সামান্য বেড়ে  ৮৭. ৪৫ শতাংশ থেকে ৮৭. ৫৬  শতাংশ ।  

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata