৯ জুলাই থেকে ফের কড়াকড়ি , লকডাউনের আওতায় কলকাতার কোন কোন এলাকা

 

  • ফের কড়া লকডাউনের পথে রাজ্য় সরকার
  • এবার কনটেইনমেন্ট জোনগুলোতে ফের কড়াকড়ি
  •  ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে এই নির্দেশিকা জারি
  • একবার দেখে নেব কলকাতার কোথায় কোথায় লকডাউন  
     

ফের কড়া লকডাউনের পথে রাজ্য় সরকার। এবার রাজ্য়ের কনটেইনমেন্ট জোনগুলোতে ফের কড়া লকডাউন ঘোষণা করেছে নবান্ন।  ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে এই নির্দেশিকা জারি হবে রাজ্য়ে । একবার দেখে নেব কলকাতার কোথায় কোথায় ফের লকডাউন জারি করা হয়েছে। 

ভবানীপুর
১) ১১ নম্বর এলগিন রোড।  ২) শরৎ বোস রোড  ৩)২ নম্বর জাস্টিস মাধব চন্দ্র রোড  ৪) চক্রবেড়িয়া রোড

Latest Videos

উল্টোডাঙা
১) জওহরলাল দত্ত লেন  ২) অধরচন্দ্র দাস লেন  ৩) উল্টোডাঙা মেন রোড ৪) উজির চোধুরী রোড  ৫) আরিফ রোড

ফুলবাগান
১) সুরেন সরকার রোড  ২) বিধাননগর রোড

বেলেঘাটা
১) চাউল পট্টি রোড  ২) খোদাগঞ্জ মেন রোড  ৩) রামকৃষ্ণ নস্কর লেন 

আলিপুর
১) বেলভডিয়ার রোড  ২) রাজা সন্তোষ রায় রোড  ৩) আলিপুর রোড - ৩ আলিপুর রোড (সিস্টেম টাওয়ার্স) ৪) জাজেস কোর্ট রোড

কাঁকুড়গাছি 
১) বাগমাড়ি রোড ২) মানিকতলা মেন রোড  ৩) পি-১২ সিআইটি স্কিম ৭

হাডকো হাউজিং

১) ২ নম্বর বিজয়গড়  ২) ৪ নম্বর বিজয়গড় 

যাদবপুর

১) নারকেলবাগান  ২) বাপুজি নগর

নিউ আলিপুর এন,ডি ও জি ব্লক তিনটি

কসবা
১) ডাক্তার জিএস বোস রোড ২) সুইনহো লেন

মুকুন্দপুর পূর্বালোক

অজয়নগর- সার্ভে পার্ক

এছাড়াও কন্টেইনমেন্ট জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জানা গিয়েছে, জরুরি নয়  পরিষেবা বন্ধ থাকবে কনটেইনমেন্ট জোনে। এবার থেকে যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। শিল্প, ব্যবসা, মার্কেট বন্ধ থাকবে ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে। কন্টেইনমেন্ট জোনে যে কোনও ধরনের পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন।

 নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেইনমেন্ট জোনের কেউ সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে যেতে পারবেন না। এই সব স্থানের প্রয়োজনীয়  সামগ্রী  বাড়িতে পৌঁছে দেবে প্রশাসন। কলকাতার ক্ষেত্রে কোন কোন এলাকা কন্টেইনমেন্ট জোন হবে তা আলোচনা করে ঠিক করবে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। একই ভাবে জেলার ক্ষেত্রে জেলাশাসক ও পুলিশ সুপার বা পুলিশ কমিশনাররা এই সিদ্ধান্ত নিতে পারবেন।  


 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla