Live- নারদ মামলায় সুপ্রিম কোর্টে আর্জি খারিজ CBI-র, কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি

সংক্ষিপ্ত


নারদকাণ্ডের জামিন নিয়ে শুক্রবার মতামত জানাবে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে হয়নি নারদ মামলার শুনানি। আদালত সূত্রে খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ না বসার জন্য শুনানি হয়নি গতকাল।  রেজিস্টার জেনারেল এর কাছে আবেদন করছে এই ৪ জন হেভিওয়েট অভিযুক্ত। অন্য বেঞ্চে মামলা নিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে।   'আইন লড়াই ছেড়ে এখন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। মনের জোর হারাবেন না' বলে হেভিওয়েটের স্ত্রীদেরকে ফোনে পাশে থাকার আশ্বাস মমতা।

05:17 PM (IST) May 21

চার্জশিটের পর গৃহবন্দী কেন-প্রশ্ন আইনজীবিদের

 চার হেভিওয়েটদের  জেল হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। আপাতত মদন-শোভন-সুব্রত-ফিরহাদকে থাকতে হবে গৃহবন্দি। শুক্রবার সকালেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চেই এই শুনানি হয়েছে। তবে চার্জশিটের পর গৃহবন্দী কেন-প্রশ্ন আইনজীবিদের।

03:53 PM (IST) May 21

লিভার সিরোসিসে আক্রান্ত শোভন- মদনের ফুসফুসে রয়েছে কোভিডের ক্ষত

লিভার সিরোসিসে আক্রান্ত শোভন- মদনের ফুসফুসে রয়েছে কোভিডের ক্ষত

02:46 PM (IST) May 21

ভবানীপুরের বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের

ভবানীপুরের বিধায়ক পদে ইস্তফা শোভনদেবের

02:41 PM (IST) May 21

'সরকারি কাজকর্ম বাড়ি থেকে করতে পারবেন'-মদন মিত্রের আইনজীবী

 মদন মিত্রের আইনজীবী বলেছেন,' দুই বিচারপতির মধ্যে মত পার্থক্য রয়েছে। বিষয়টি বৃহত্তর বেঞ্চে যাচ্ছে। হাউজ এরেস্টের অর্ডার আছে। তবে সরকারি কাজকর্ম বাড়ি থেকে করতে পারবেন।'
 

01:40 PM (IST) May 21

নারদ মামলা গেল বৃহত্তর বেঞ্চে-আজই শুনানির সম্ভাবনা

নারদ মামলা গেল বৃহত্তর বেঞ্চে-আজই শুনানির সম্ভাবনা

12:29 PM (IST) May 21

অন্তবর্তী জামিন ঘিরে জটিলতা

নারদ মামলায়  হাইকোর্টে বিচারপতিদের মত বিরোধ। অন্তবর্তী জামিন ঘিরে জটিলতা তৈরি হয়েছে। নতুন বেঞ্চ তৈরি না তৈরি হওয়া অবধি গৃহবন্দিই থাকতে হবে মদন-শোভন-সুব্রত-ফিরহাদকে।

 

 

12:24 PM (IST) May 21

শুক্রবার সকালেই হল নারদ মামলার শুনানি

নারদকাণ্ডে শেষমেষ দীর্ঘ টানাটানির পর অন্তবর্তী জামিন পেলেন ধৃত চার হেভিওয়েট। শুক্রবার সকালেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চেই নারদ মামলার শুনানি হয়েছে।

12:10 PM (IST) May 21

জেল হেফাজত থেকে মুক্তি মদন-শোভন-সুব্রত-ফিরহাদের


নারদ-মামলায় বড় মোড়। নারদকাণ্ডে শেষমেষ দীর্ঘ টানাটানির পর অন্তবর্তী জামিন পেলেন ধৃত চার হেভিওয়েট। উল্লেখ্য  সোমবার নারদকাণ্ডে পশ্চিমবঙ্গের ৪ জন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই। আপাতত মদন-শোভন-সুব্রত-ফিরহাদকে থাকতে হবে গৃহবন্দি। অর্থাৎ জেল হেফাজত থেকে আপাতত মুক্তি পাচ্ছেন চার নেতা।


 

11:50 AM (IST) May 21

হেভিওয়েটদের চিকিৎসা নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করল CBI

হেভিওয়েটদের চিকিৎসা নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করল CBI

09:14 AM (IST) May 21

হেভিওয়েটের স্ত্রীদেরকে ফোনে পাশে থাকার আশ্বাস মমতার

  'আইন লড়াই ছেড়ে এখন রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। মনের জোর হারাবেন না' বলে হেভিওয়েটের স্ত্রীদেরকে ফোনে পাশে থাকার আশ্বাস মমতা।

09:14 AM (IST) May 21

নারদকাণ্ডের জামিন নিয়ে মতামত জানাবে হাইকোর্ট

নারদকাণ্ডের জামিন নিয়ে শুক্রবার মতামত জানাবে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে হয়নি নারদ মামলার শুনানি। আদালত সূত্রে খবর, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ না বসার জন্য শুনানি হয়নি গতকাল। 

09:13 AM (IST) May 21

আর্থিক তছরূপের মামলায় এবার অর্জুন সিংহকে তলব করল CID

আর্থিক তছরূপের মামলায় এবার অর্জুন সিংহকে তলব করল CID
 

12:28 PM (IST) May 20

আজ হাইকোর্টে হচ্ছে না নারদ মামলার শুনানি

বৃহস্পতিবার হাইকোর্টে হচ্ছে না নারদ মামলার শুনানি।  প্রধান বিচারপতির বেঞ্চ না বসার জন্য  শুনানি হচ্ছে না।  আগামীকাল শুক্রবার হবে নারদ মামলার শুনানি। ৪ হেভিওয়েটকেই একরাত জেল হেফাজতে থাকতে হবে।
 

10:42 AM (IST) May 20

'আমার কেবিনে যেন রত্না না ঢোকে', উকিলকে চিঠি শোভনের

'আমার কেবিনে যেন রত্না না ঢোকে',  উকিলকে চিঠি শোভনের

10:30 AM (IST) May 20

আজ ৪ হেভিওয়েটের ভাগ্য নির্ধারণের দিন


নারদকাণ্ডের জামিন নিয়ে বৃহস্পতিবার মতামত জানাবে কলকাতা হাইকোর্ট। এদিন সুব্রত-ফিরহাদ-মদন-শোভনের ভাগ্য নির্ধারণ করবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

03:40 PM (IST) May 19

করোনা পরিস্থিতিতে ৪ নেতাকে কি জেলে রাখা জরুরী-প্রশ্ন বিচারপতির

করোনা পরিস্থিতিতে ৪ নেতাকে কি জেলে রাখা জরুরী-প্রশ্ন বিচারপতির। উত্তরে আইনজীবি তুষার মেহেতা বলেছেন, অভিযুক্ত জেলে নেই , হাসপাতালে আছেন।

02:44 PM (IST) May 19

করোনা বিধিকে শিকেয় তুলে অবস্থান বিক্ষোভ শুরু তৃণমূলের শ্রমিক সংগঠনের

করোনা বিধিকে শিকেয় তুলে অবস্থান বিক্ষোভ শুরু তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি

02:26 PM (IST) May 19

CBI বিরুদ্ধে গড়িয়াহাট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

CBI বিরুদ্ধে গড়িয়াহাট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

01:55 PM (IST) May 19

শুনানির কয়েকঘন্টা আগেই গুরুতর অসুস্থ মদন মিত্র

শুনানির কয়েকঘন্টা আগেই গুরুতর অসুস্থ মদন মিত্র

01:50 PM (IST) May 19

নারদ মামলায় চার হেভিওয়েটের শুনানি দুপুর দুটোয়

নারদ মামলায় চার হেভিওয়েটের শুনানি দুপুর দুটোয়

01:27 PM (IST) May 19

নারদ মামলায় নাম জুড়ল এবার মুখ্যমন্ত্রীরও


নারদ মামলায় নাম জুড়ল এবার মুখ্যমন্ত্রীরও। উল্লেখ্য,সোমবার নারদকাণ্ডে পশ্চিমবঙ্গের ৪ জন প্রাক্তন এবং বর্তমান মন্ত্রীকে গ্রেফতার করেছিল সিবিআই।  বুধবার কলকাতা হাইকোর্টে জোড়া আবদনের শুনানি রয়েছে।  শুনানি অন্য রাজ্যে স্থানান্তরিত করা হোক, এই দাবিতে হাইকোর্টের নোটিশের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় অন্যতম পক্ষ করা হল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং আইন মন্ত্রী মলয় ঘটকেকে।
 

12:48 PM (IST) May 19

জেলে ফিরহাদকে দেখতে পেলেন না মেয়েরা

জেলে ফিরহাদকে দেখতে পেলেন না মেয়েরা। গতকাল ফিরহাদের জ্বর আসায় কোভিড উপস্বর্গ ধরে নিয়ে সোয়াব টেস্ট করতে দেওয়া হয়েছে। 

12:39 PM (IST) May 19

নারদ মামলায় মমতাকে যুক্ত করল CBI

নারদ মামলায় মমতাকে যুক্ত করল CBI

12:19 PM (IST) May 19

জেলে ফিরহাদের সঙ্গে দেখা করতে এলেন মেয়েরা

এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে এলেন তার ছোট ও মেজো মেয়ে আফসা এবং সাবা

 

11:42 AM (IST) May 19

রাজভবনের সামনে বিক্ষোভ নিয়ে রিপোর্ট তলব রাজ্যপালের

১৪৪ ধারা জারি সত্বেও রাজভবনের সামনে বিক্ষোভ নিয়ে পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

10:56 AM (IST) May 19

শোভনের কেবিন নিয়ে ফিসফিস তুঙ্গে

  তবে উডবার্ণ চত্বরের ১০৬ নম্বর কেবিনকে নিয়েই ফিসফিস গুঞ্জন তুঙ্গে। দুপুরেই শোভনের ঘরে চলে আসেন বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আচমকা দাবি করে বসেন, হাসপাতালে শোভনের পাশের ঘরেই ভর্তি করতে হবে তাঁকেও। 

10:55 AM (IST) May 19

বুধবার লম্বা ঘুম শেষে উঠলেন ফিরহাদ


সূত্রের খবর, আগের থেকে ভাল আছেন ফিরহাদ হাকিম। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চেহারায় ক্লান্তির ছাপ রয়েছে।  সকাল সাড়ে আটটার পর ভাঙল ঘুম। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলেই ফিরহাদের আইনজীবি জানিয়েছিলেন, মক্কলের জ্বর এসেছে। তবে বাবার সঙ্গে দেখা করার পর মেয়ে জানিয়েছিলেন সুস্থ আছেন এখন ফিরহাদ। রাতে জেল সূত্রে জানা যায়, মারাত্মক জ্বর এসেছিল ফিরহাদের। তাপমাত্রা ১০২ এর কাছাকাছি। ছিল পেট ব্যাথাও। এসএসকেমএ নিয়ে যেতে চেয়েছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালে যেতে চাননি ফিরহাদ। 

10:55 AM (IST) May 19

আজ কলকাতা হাইকোর্ট নারদ-মামলার জোড়া আবেদনের শুনানি

 আজ কলকাতা হাইকোর্ট নারদ-মামলার জোড়া আবেদনের শুনানি

06:58 PM (IST) May 17

জামিন পাচ্ছেন ২ মন্ত্রী, বিধায়ক এবং প্রাক্তন মেয়র

নারদকাণ্ডে ববি-সুব্রত-মদন ও শোভনের জামিন, সিবিআই-এর হেফাজতে চাওয়ার আবেদন খারিজ

06:55 PM (IST) May 17

৬ ঘণ্টা ধরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে অবস্থান ধরনার পর বেরিয়ে যাচ্ছেন মমতা

06:54 PM (IST) May 17

৬ ঘণ্টা ধরে নিজাম প্যালেসে সিবিআই দফতরে অবস্থান ধরনার পর বেরিয়ে যাচ্ছেন মমতা

06:49 PM (IST) May 17

নন্দীগ্রামে তৃণমূলের বিক্ষোভ ও পথ অবরোধ

06:48 PM (IST) May 17

নন্দীগ্রামে তৃণমূলের বিক্ষোভ ও পথ অবরোধ

06:16 PM (IST) May 17

সকালে ফিরহাদ হাকিমের বাড়ির সামনে মমতা, দেখুন ভিডিও

05:44 PM (IST) May 17

কী প্রতিক্রিয়া দিয়েছেন নারদ স্টিং অপারেশনের মাথা ম্যাথু স্যামুয়েল

05:39 PM (IST) May 17

রাজভবনকে চারিদিক থেকে ঘিরে বিক্ষোভ

05:39 PM (IST) May 17

রাজভবনকে চারিদিক থেকে ঘিরে বিক্ষোভ

05:38 PM (IST) May 17

রাজভবনকে চারিদিক থেকে ঘিরে বিক্ষোভ

05:37 PM (IST) May 17

রাজভবনকে চারিদিক থেকে ঘিরে বিক্ষোভ

05:37 PM (IST) May 17

রাজভবনকে চারিদিক থেকে ঘিরে বিক্ষোভ