রাজ্য়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা, কনটেইনমেন্ট জোনে থাকছে এই লকডাউন

  • রাজ্য়ে ফের বাড়ল লকডাউনের সময়সীমা
  • এবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে লকডাউন
  • রাজ্য়ের কনটেইনমেন্ট জোনের জন্য় এই লকডাউন
  • আগে কনটেইনমেন্ট জোনে লকডাউন ছিল ৩১অগস্ট পর্যন্ত 

Asianet News Bangla | Published : Aug 31, 2020 11:11 AM IST / Updated: Aug 31 2020, 05:08 PM IST

রাজ্য়ে ফের বাড়ল লকডাউনের সময়সীমা। এবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে লকডাউনের সময় বেধে দিল রাজ্য় সরকার। অতীতে রাজ্য়ের কনটেইনমেন্ট জোনগুলির জন্য় এই লকডাউনের সময়সীমা ছিল ৩১ অগস্ট। এবার নবান্ন থেকে যা বাড়িয়ে দেওয়া হল। 

সম্প্রতি রাজ্য়ে  পূর্ণ লকডাউনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।  চলতি মাসের ৭,১১,১২ তারিখ থাকছে এই পূর্ণ লকডাউন। আগামী দিনে কবে আবার রাজ্য়ে পূর্ণ লকডাউন হবে তা জানিয়ে দেবে রাজ্য সরকার। 

এদিকে আগামী ৮ সেপ্টেম্বর  থেকে শুরু হতে চলেছে কলকাতা মেট্রো রেলের পরিষেবা। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক-৪ পর্ব।  ইতিমধ্য়েই ৭ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে মেট্রো চলাচলে ছাড় দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাই করোনা যুদ্ধে ফের চালু হতে চলেছে পাতাল রেল।

মেট্রো সূত্রে জানা গিয়েছে,সংক্রমণ এড়াতে বন্ধ করা হবে টোকেন। আপাতত স্মার্ট কার্ডেই চলবে পরিষেবা। প্রথমে ১০ মিনিট অন্ত্র অন্ত মেট্রো রেল পাবেন যাত্রীরা। পরবর্তীকালে তা ধাপে ধাপে বাড়ানো হতে পারে। 

Share this article
click me!