হঠাৎ কান ফাটা আওয়াজ। গোটা এলাকাকে সন্ত্রস্ত করে দিন দুপুরে বিস্ফোরণ হল ট্যাঙরার রাস্তায়। ট্যাংরা থানার সামনে ডিসি গোবিন্দ খটিক রোডে ফুটপাথে ও রাস্তায় বিরাট ফাটল দেখা গেল। এদিন দুপুর ২.৩০ নাগাদ হঠাৎ ট্যাংরা থানার সামনে বিকট শব্দে শুনতে পান এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানায় ট্যাংরা থানার সামনে ম্যানহোল ভিতরে সশবিদে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে প্রায় ১৫ মিটার রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। বিটুমিনের প্রলেপ উঠে গিয়েছে, দুমড়ে গিয়েছে ম্যানহোলের ঢাকনা।
ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ম্যানহোলর মধ্যে জল ঢালতে থাকে। দলমকলের প্রাথমিক অনুমান ম্যানহোলর ভিতরে গ্যাস থেকেই এই বিস্ফোরণ হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা থেকেই মিথেন গ্যাস জমে এই বিপত্তি বলে মনে করছেন অনেকে। এখনও পর্যন্ত কোনও হতাহতর খবর নেই। তবে পুলিশ জায়গাটা ঘিরে রেখেছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। রয়েছেন পুর ইঞ্জিনিয়ররাও। ম্যানহোল অপরিষ্কার থাকার কারণে প্রাথমিক অভিযোগের তীর পুরসভার দিকেই। অতীতে আরও একবার এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন এলাকাবাসী।