গান্ধীজির আদলে মহিসাসুর! হিন্দু মহাসভার পুজো ঘিরে তুঙ্গে বিতর্ক

দুর্গাপুজোয় গান্ধীজির আদলে তৈরি হল মহিসাসুর।  রুবি মোড়ে হিন্দু মহাসভার পুজো ঘিরে তুঙ্গ বিতর্ক রাজনৈতিক মহলে। খাস কলকাতার বুকে এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। অসুরের এ হেন রূপ দেখে তাজ্জব কলকাতা থেকে গোটা বাংলা। 

দুর্গাপুজোয় গান্ধীজির আদলে তৈরি হল মহিসাসুর।  রুবি মোড়ে হিন্দু মহাসভার পুজো ঘিরে তুঙ্গ বিতর্ক রাজনৈতিক মহলে। খাস কলকাতার বুকে এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। অসুরের এ হেন রূপ দেখে তাজ্জব কলকাতা থেকে গোটা বাংলা। 

২ অক্টোবর গান্ধীজির জন্মদিনের দিন গোটা বাংলা সাক্ষী থাকল মা দুর্গার হাতে মহিসাসুর নয় জাতির জনক মহাত্মা গান্ধীর বধ হওয়ার দৃশ্যর। অখিল ভারত হিন্দু মহাসভার আয়োজিত পুজোয় গান্ধীজির আদলে মহিসাসুর তৈরিতে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অসুরের চোখে রয়েছে গান্ধী চশমাও। 
এই 'গান্ধীজিরূপী' মহিসাসুরের ছবি মুহূর্তে  ভাইরাল হয় যায়। আর তার পর থেকেই কার্যত ফুঁসে ওঠে নেটিজেনদের একাংশ। এরপরই নড়েচড়ে বসে পুজো উদ্যোক্তারা। তড়িঘড়ি মহিসাসুরের মাথায় চুল, গোফ পড়িয়ে ভোল বদল করা হয়। খুলে নেওয়া হয় চশমাও। 

Latest Videos

গোটা ঘটনার বিরোধিতায় সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, "BJP-র আসল মুখ সামনে চলে এসেছে। ওরা আসলে গডসের পূজারি, গান্ধীর হত‌্যাকারীদের পূজারি।" শুধু তাই নয় ঘটনার তীব্র নিন্দা করে এবার বিজেপি দোষ ঢাকতে মাঠে নামবে বলেও কটাক্ষ করেছেন কুণাল। পাশাপাশি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এও বলেন, "গান্ধীজি আন্তর্জাতিক ইতিহাসে ভারতবর্ষের অন‌্যতম প্রতীক। তাঁকে নিয়ে এমন অবমাননা কোনওভাবে বরদাস্ত করা যায় না।"

আরও পড়ুন পুজোর ভিড়ে নেই দিলীপ ঘোষ, চললেন নৈনিতাল, পুজোর আড্ডায় অকপট বিজেপি নেতা

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘটনার সমালোচনা করে বলেছেন,"হিন্দুত্বের ধ্বজাধারী হয়ে আসলে তাঁরা মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে।"

মহিসাসুরের রূপ বদলে আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গেলেও সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। 

আরও পড়ুন - মঙ্গলবারও বদল নেই শহরের জলচিত্রে, জলমগ্ন বেঙ্গালুরুর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী