দুর্গাপুজোয় গান্ধীজির আদলে তৈরি হল মহিসাসুর। রুবি মোড়ে হিন্দু মহাসভার পুজো ঘিরে তুঙ্গ বিতর্ক রাজনৈতিক মহলে। খাস কলকাতার বুকে এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। অসুরের এ হেন রূপ দেখে তাজ্জব কলকাতা থেকে গোটা বাংলা।
রুবির মোড়ে হিন্দু মহাসভার আয়োজিত দুর্গাপুজায় দেখা গেল গান্ধীর আদলে তৈরি অসুর। ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এরপর সপ্তমীর দিনই তড়িঘড়ি করে চেহারা বদল করা হয় অসুরের। পুজো কমিটির পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে এই পরিবর্তন তাঁদের মতের বিরুদ্ধে গিয়ে করা হয়েছে। ঘটনার প্রতিবাদে পুজো মণ্ডপের সামনে অবস্থান বিক্ষোভেও বসেছেন তাঁরা। পুজোর মূল উদ্যোক্তা চন্দ্রচূড় গোস্বামীর দাবি সপ্তমীর সন্ধ্যায় পুলিশ গিয়ে জোর করে অসুরের মূর্তিতে পরিবর্তন করেছিল।
দুর্গাপুজোয় গান্ধীজির আদলে তৈরি হল মহিসাসুর। রুবি মোড়ে হিন্দু মহাসভার পুজো ঘিরে তুঙ্গ বিতর্ক রাজনৈতিক মহলে। খাস কলকাতার বুকে এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। অসুরের এ হেন রূপ দেখে তাজ্জব কলকাতা থেকে গোটা বাংলা।
২ অক্টোবর গান্ধীজির জন্মদিনের দিন গোটা বাংলা সাক্ষী থাকল মা দুর্গার হাতে মহিসাসুর নয় জাতির জনক মহাত্মা গান্ধীর বধ হওয়ার দৃশ্যর। অখিল ভারত হিন্দু মহাসভার আয়োজিত পুজোয় গান্ধীজির আদলে মহিসাসুর তৈরিতে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অসুরের চোখে রয়েছে গান্ধী চশমাও। এই 'গান্ধীজিরূপী' মহিসাসুরের ছবি মুহূর্তে ভাইরাল হয় যায়। আর তার পর থেকেই কার্যত ফুঁসে ওঠে নেটিজেনদের একাংশ। এরপরই নড়েচড়ে বসে পুজো উদ্যোক্তারা। তড়িঘড়ি মহিসাসুরের মাথায় চুল, গোফ পড়িয়ে ভোল বদল করা হয়। খুলে নেওয়া হয় চশমাও।
আরও পড়ুন পুজোর ভিড়ে নেই দিলীপ ঘোষ, চললেন নৈনিতাল, পুজোর আড্ডায় অকপট বিজেপি নেতা
গোটা ঘটনার বিরোধিতায় সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, "BJP-র আসল মুখ সামনে চলে এসেছে। ওরা আসলে গডসের পূজারি, গান্ধীর হত্যাকারীদের পূজারি।" শুধু তাই নয় ঘটনার তীব্র নিন্দা করে এবার বিজেপি দোষ ঢাকতে মাঠে নামবে বলেও কটাক্ষ করেছেন কুণাল। পাশাপাশি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এও বলেন, "গান্ধীজি আন্তর্জাতিক ইতিহাসে ভারতবর্ষের অন্যতম প্রতীক। তাঁকে নিয়ে এমন অবমাননা কোনওভাবে বরদাস্ত করা যায় না।"
আরও পড়ুন - মঙ্গলবারও বদল নেই শহরের জলচিত্রে, জলমগ্ন বেঙ্গালুরুর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা