তীব্র দাবদাহের মধ্য়েও শহর জুড়ে জনজোয়ার। ২১ জুলাইয়ে শহিদ দিবস উপলক্ষে কলকাতার রাজপথে আজ বিভিন্ন রাজ্যের মানুষের ভিড়। ইতিমধ্যেই ২১ জুলাই সভামঞ্চে এসে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকেই বিজেপি ও সিপিএমকে একসঙ্গে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি-কে তোপ দেগে এদিন মমতা বলেন, আমরাও ২০০৯ সালের লোকসভা মঞ্চে ২৬ টি আসন পেয়েছিলাম। তার পরেও তো আমরা কোনও পার্টি অফিস ভাঙচুর করিনি তো। আর তোমরা ১৮টি আসন পেয়েই এমন করছ। আমরা ৩৪ বছর বাংলায় লড়াই করে তার পরে এই জায়গায় এসেছি। তোমরাও ৩৪ বছর লড়াই করে বাংলায় আসার কথা ভেবো।
এর পরে সিপিএমকেও কটাক্ষ করে মমতা বলেন, কেশপুরে যা হচ্ছে তা কারা করছে। সিপিএমরাই তো বিজেপি সেজে এসব করছে। এ হল নতুন বোতলে পুরনো মদ। আর বিজেপি পরগাছার মতো রয়েছে এখানে।
সর্বপরি এদিন বার বার তৃণমূল কংগ্রেসের মূল বার্তা, ইভিএম নয়। ব্যালট ভোট চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বার্তাই দেন।