'আসছে বছর আবার হবে', বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Oct 26, 2020, 03:01 PM ISTUpdated : Oct 26, 2020, 07:33 PM IST
'আসছে বছর আবার হবে', বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সংক্ষিপ্ত

বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি পাহাড়ের জন্য রইল দশাইনের শুভেচ্ছা বিজয়ার শুভেচ্ছাবার্তা দিলেন অন্যান্য তৃণমূল নেতানেত্রীরাও মায়ের কাছে কে কী কামনা করলেন, দেখে নিন একনজরে

বিজয়ার শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা।' পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে।'

শুধুমাত্র বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর ভাসান নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন তাই নয়। বাংলার পাহাড়ি অঞ্চলে এই দিনে পালিত হয় দশাইন উৎসব। সেইকথা মাথায় রেখে পাহাড়ের 'ভাই বোন'দেরও শুভেচ্ছা জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'আমার পাহাড়ের ভাই ও বোনেদের জানাই দশাইন এর আন্তরিক শুভেচ্ছা।'

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। সামাজিক মাধ্যমে মন্ত্রী ফিরহাদ হাকিম লিখেছেন, 'আবার এসো মা। দুঃখ জ্বালা ফিরিয়ে নিয়ো, সুখ শান্তি এনে দিয়ো, রোগ বিষাদের মুক্তি দিয়ো। আবার এসো মা। সকল কে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।'

বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-ও। তিনি লিখেছেন, 'শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। মায়ের কাছে এই প্রার্থনা রইলো যে তিনি যেন সবার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে দেন।'

PREV
click me!

Recommended Stories

‘এক দেশ এক পড়ুয়া’ আইডি-র ফাঁদ পাতছে হ্যাকাররা, ক্ষতি হওয়ার আগেই হয়ে যান সাবধান!
কলকাতার মোড়ে মোড়ে বসছে ক্যামেরা, সিগনাল অমান্য করলেই ছবি উঠে যাবে