একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, কী বার্তা দিলেন জনগণের উদ্দেশে, পড়ুন হাইলাইটস

  • ২১শে জুলাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
  • সকলকে রুক্ষে দাঁড়ানোর ডাক
  • কাট মানি থেকে কর্মসূচী বাদ পড়ল না কিছুই
  • রুক্ষে দাঁড়াতে হবে অরাজকতার বিরুদ্ধে

Jayita Chandra | Published : Jul 21, 2019 7:57 AM IST / Updated: Jul 21 2019, 02:42 PM IST

রবিবার নির্দিষ্ট সময়ের আগেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখনে তিনি, বাদ রইল না কিছুই। আগামী কর্মসূচী থেকে শুরু করে কাটমানি, দেখুন ২০১৯, ২১ শে জুলাই মঞ্চ থেকে কী বার্তা দিলেন তৃণমূল দল নেত্রী। 
১. বলুন ব্ল্যাক মানি ফিরিয়ে দাও, বিজেপি কোথায় পেল মিটিং-মিছিল করার এত টাকা। 
২. জনগণের টাকা ফিরিয়ে দিতে হবে।
৩. কাটমানি ফিরিয়ে দাও। 
৪. মানুষের জন্য কাজ ভালো করে করতে হবে, মানুষের কাজে ভাগ বসালে চলবে না।
৫. বাইরে থেকে নিয়ে আসা গুণ্ডা দিয়ে অশান্তি করা আর নয়। 
৬. এবার থেকে কেউ কিছু করলে অ্যাকশন নেওয়া হবে। 
৭. আগে ১৫ লক্ষ টাকা ফিরত দাও তারপর ঝাণ্ডা ধর।
৮. পার্লামেন্ট ভালো ভাবে চলছে এটা বিরোধীদের কৃত্রিত্ব।
৯. সরব হলেই দালালদের দিয়ে ভয় দেখানো হচ্ছে। আর মানব না।
১০. শ্রাবণ মাসে দেখুন, তারকেশ্বর কীভাবে সাজানো হয়েছে। দক্ষিণেশ্বরে স্কাইওয়ার্ক তৈরি করা হয়েছে।
১১. বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজ করা হয়েছে।
১২. জল বাঁচাও প্রাণ বাঁচাও স্লোগান, বৃষ্টি নেই কৃষকদের সমস্যার কথা মাথায় রয়েছে।
১৩. ৫ লক্ষ ছেলে মেয়েদের চাকরি দেওয়া হবে। আইটি-র ছেলেমেয়েদের কাজ হবে অনেক।
১৪. উত্তম কুমার স্মরণে অনুষ্ঠান, চলচ্চিত্রে অনুষ্ঠান। টেকনিশিয়ানদের সাহায্য, আর্টিস্ট ফোরামের পাশে দাঁড়িয়েছি।
১৫. একবার ফোন করতে গেলে কল ড্রপ হচ্ছে, এটা বড় স্ক্যন্ডেল।
১৬. বাংলার বদনাম করার জন্য বিদ্যাসাগরের মূর্তি ভেঁঙে ছিল বিজেপি, এটা নিন্দনীয়।
১৭. বাংলার সঙ্গে তুলনা নয়, রবীন্দ্রনাথের বাংলা, বাংলা স্বামীবিবেকানন্দের বাংলা, জাগরণের বাংলা, নারী জাগরণের বাংলা, সভ্যতার বাংলা।
১৮. বিজেপি জেনে রেখ এই বাংলা মাথা নত করবে না। বিদেসাগরের গায়ে হাত দেবে না, রবীন্দ্রনাথের গায়ে হাত দেবেন না, গান্ধিজীর গায়ে হাত দেবেন না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব।
১৯. বেশি করে বাংলার জন্য কাজ করুন, নির্বাচনের কোটি কোটি টাকা কোথা থেকে এল জবাব চাই।
২০. উজ্জ্বলা কেস নিয়ে তদন্ত চাইছি, টাকা ফেরত দিতে হবে।
২১. ২৯ শে জুলাই বড় অনুষ্ঠান ঘোষনা কার হবে। রাজনীতি করুন গ্রামে গিয়ে, চায়ের দোকানে আদিবাসিদের সঙ্গে।
২২. কেউ ক্ষতি করতে পারবে না ভরসা আমি দিচ্ছেন। টাকা নিয়ে রাজনীতি নয়, কাজকে মানুষ চিরকাল স্মরণে রাখে।
২৩. যে ডালে বসে আছে সেই ডাল কেট না, সিপিএম, কংগ্রেসের উদ্দেশ্যে বার্তা।
২৪. ৯ই অগাস্ট বিজেপি ভারত ছাড় আন্দোলন, ১৫ই অগাস্ট রাখি বন্ধন পালন করা হবে।

২৯. রাজনীতি করতে বন্দুকের  প্রয়োজন নেই মা বোনেরা থাকলেই হবে।
 

Share this article
click me!