মস্তিস্কে রক্তক্ষরণ, গুরুতর অসুস্থ মমতার মন্ত্রী হাসপাতালে

  • গুরুতর অসুস্থ হয়ে হঠাৎ হাসপতালে ভর্তি নির্মল মাজি
  •  বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে ভর্তি করা হয়েছে তাকে
  •  চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিস্কে রক্তক্ষরণেই বিপত্তি
  •  অবস্থার অবনতি হতেই দ্রুত তার অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে 

Asianet News Bangla | Published : Sep 3, 2020 12:31 PM IST / Updated: Sep 03 2020, 06:14 PM IST

গুরুতর অসুস্থ হয়ে হঠাৎ হাসপতালে ভর্তি  হলেন রাজ্য়ের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে ভর্তি করা হয়েছে তাকে। প্রাথিমক খবর অনুয়ায়ী,  চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিস্কে রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হয়েছে তার। দ্রুত তার অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে। 

হাসপাতাল সূত্রে  জানা গিয়েছে, এদিন সকাল থেকেই কাজে মাথাব্যাথা অনুভব করেন নির্মলবাবু। পরে তাঁকে এসএসকেএম-এ নিয়ে গিয়ে সিটি স্ক্য়ান করানো হয় সেখানেই মস্তিস্কে রক্তক্ষরণের বিষয়টা সামনে আসে। চিকিৎসকরা জানান. সাবডুয়েল হেমাটোমায় ভুগছেন নির্মল মাজি। তড়িঘড়ি তাঁকে বাঙুল ইনস্টিটিউট অব নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়। 

সেখানে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবক্ষেণে রয়েছেন তিনি। শীঘ্রই তার অস্ত্রোপচার হওয়ার কথা। তবে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, জ্ঞান রয়েছে নির্মলবাবুর। এখন অবস্তা স্থিতিশীল রয়েছে তার। পরিবার সূত্রে জানা গিয়েছে, কদিন  ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বাড়িতেও বেশ কয়েকবার অসুস্থতার কথা বলেছেন। 

Share this article
click me!