মাথা কাটা যাবে বিজেপি করলে, পোস্টার ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক

arka deb |  
Published : Jun 03, 2019, 09:56 PM IST
মাথা কাটা যাবে বিজেপি করলে, পোস্টার ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক

সংক্ষিপ্ত

এবার ছড়াল পোস্টার আতঙ্ক। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।

এদিন দুপুরেই দেখা যায় ব্যারাকপুরে একদল লোক বিশ্ব বাংলার লোগোতে জয়শ্রী রাম লিখে রেখেছিল। একই দিনে এবার ছড়াল পোস্টার আতঙ্ক। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।

'বিজেপি পার্টি করলে মাথা কেটে নিয়ে যাব ', এই বয়ান লেখা পোস্টারই দেখা গিয়েছে মধ্যমগ্রাম থানার তিন  নম্বর ওয়ার্ডের পাটুলি শিবতলা এলাকায়।

এদিন সকালে দোকান খুলতে গিয়ে এক দোকানদার এই পোস্টার দেখে ভয় পেয়ে যান । তার  শাটারে এই পোস্টার লাগনো রয়েছে । সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উত্তেজিত এলাকাবাসী থানায় খবর দেয়।

মধ্যমগ্রাম থানার পুলিশ এসে পুরো বিষয়টি তদন্ত করে।  বিজেপির দাবি,  ওই ওয়ার্ডে এবারে লোকসভা ইলেকশনে বিজেপি ব্যাপক ভাবে লিড দেয়। এতেই মাথায় বাজ পড়ে তৃণমূলের। 

এর মধ্যেই স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বিজেপি করার আশ্বাস দিলে আরও হিংস্র হয়েছে আক্রমণ। তার পরেই তৃণমূলের তরফ থেকে এই পোস্টার লাগিয়ে হুমকি দেওয়ার চেষ্টা  বলে অভিযোগ ।

তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুম্মান আলি অবশ্য পুরো বিষয়টি বিজেপির চক্রান্ত বলে দাবি করছেন।

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর