করোনা-সচেতনতায় পার্কে মিমি, বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতেই দিলেন সুরক্ষার পরামর্শ

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে

বোড়ালে একটি পার্ক উদ্বোধন করেন মিমি চক্রবর্তী

সেই সময়ই করোনাভাইরাস নিয়ে এলাকার মানুষকে সতর্ক করেছেন যাদবপুরের সাংসদ

এলাকার হাসপাতালগুলির সঙ্গেও কথা বলেছেন তিনি

 

করোনাভাইরাস নিয়ে ভারতে আতঙ্ক বাড়ছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ-ও। বিশেষ করে শিশুদের নিয়ে চিন্তিত তাদের বাবা-মা'রা। বোড়ালে একটি পার্ক উদ্বোধন করতে এসে  করোনাভাইরাস সংক্রমন থেকে সকলকে সতর্ক থাকতে বললেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী৷ করোনা নিয়ে এলাকার মানুষকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তার জন্য হাসপাতালগুলির সঙ্গেও কথা বলেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় রাজপুর সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে একটি আধুনিক পার্কের উদ্ধোধন করেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ সেই পার্ক উদ্বোধন করতে এসে এলাকার বাচ্চাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান সাংসদ মিমি চক্রবর্তী৷ তাদের সাথে স্লিপারে চড়তে দেখা যায় তাঁকে৷ বাচ্চাদের হাতে চকলেটও তুলে দেন তিনি৷ সেই সময়ই উপস্থিত সকলকে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে সাবধান করেন তিনি৷ যে যে কারণে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে সেই বিষয়গুলি না করার পরামর্শ দেন তিনি৷

Latest Videos

প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ও বিকেল ৪টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে। পার্কটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। পার্কের মধ্যেই রয়েছে একটি জিমও-৷ পার্কটি যেখানে তৈরি হয়েছে সেখানে একসময় এলাকার মানুষ জঞ্জাল ফেলতেন। সেই জঞ্জাল জমতে জমতে বিশ্রী অবস্থা তৈরি হয়েছিল। দুর্গন্ধে আশপাশের মানুষের থাকা দায় হয়ে পড়েছিল। সেই জঞ্জালের স্তূপ পরিষ্কার করে সেখানেই অত্যাধুনিক পার্কটি তৈরি হওয়ায় খুশি এলাকার ছোট থেকে বড় সকলেই৷

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla