কলকাতায় নাবালিকাকে গণধর্ষণ চার বন্ধুর, নিখোঁজ ছিল নির্যাতিতা

Published : Feb 07, 2020, 07:47 PM IST
কলকাতায় নাবালিকাকে গণধর্ষণ চার বন্ধুর, নিখোঁজ ছিল নির্যাতিতা

সংক্ষিপ্ত

ফের কলকাতায় গণধর্ষণের ঘটনা এবার নাবালিকাকে গণধর্ষণ তারই চার বন্ধুর পর্ণশ্রী থানার মোমিনপুর এলাকার ঘটনা  

খাস কলকাতায় এবার এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্তদের মধ্যেও কয়েকজন নাবালক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকার মোমিনপুরে। 

পুলিশ সূত্রে খবর, বারো বছর বয়সি ওই নির্যাতিতা নাবালিকা বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিল। তার বাড়ির লোক পর্ণশ্রী থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। ওই নাবালিকার ছবি নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালায় পুলিশ। 

পুলিশি তল্লাশিতে অবশ্য নাবালিকার খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত এ দিন ওই নাবালিকা নিজেই পর্ণশ্রী থানায় হাজির হয়। তখনই সে জানায়, নিজের চার বন্ধুই তাকে গণধর্ষণ করেছে। বৃহস্পতিবার ওই বন্ধুদের সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল সে। ওই নাবালিকা নিজেই অভিযুক্তদের পরিচয় এবং বিবরণ পুলিশকে দেয়। কিছুক্ষণের মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যেও কয়েকজন নাবালক রয়েছে বলে খবর। 

ইতিমধ্যেই ওই নাবালিকার মেডিক্যাল টেস্ট  করিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত চার জনের সঙ্গে আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা, খতিয়ে দেখছে পুলিশ। 

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে