সোমবার সুপ্রিম কোর্টে রাজীব কুমার মামলা, হেফাজতে পাবে কি সিবিআই

  • হাইকোর্টে স্বস্তি পেলেও এবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের ভবিষ্যৎ
  •  সোমবার সুপ্রিম কোর্টে উঠছে কলকাতার প্রাক্তন পুলিশ সুপারের মামলা  
  • প্রধান বিচারপতি এসএস ববদের বেঞ্চে হবে রাজীব কুমার মামলার শুনানি
  • সোমবার বেলা সাড়ে বারোটায় এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে

হাইকোর্টে স্বস্তি পেলেও এবার সুপ্রিম কোর্টে রাজীব কুমারের ভবিষ্যৎ। সোমবার সুপ্রিম কোর্টে উঠছে কলকাতার প্রাক্তন পুলিশ সুপারের মামলা। স্বাভাবিকভাবেই শুনানি শুরু হতেই চিটফান্ড মামলা নিয়ে সরগরম হবে রাজ্য রাজনীতি।  

গত ১ অক্টোবর চিট ফান্ড মামলায় কলকাতা হাইকোর্ট তাকে কিছুটা স্বস্তি দেয়। বিচারপতি শহীদুল্লাহ মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তর বেঞ্চ রায় দিয়েছিল, সিবিআই ডাকলে তদন্তের স্বার্থে যেতে হবে। কিন্তু রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে জেরা না করলে চিটফান্ড মামলার তল পাবে না বলছে সিবিআই। তাই যেন তেন প্রকারে রাজীবকে নিজেদের হেফাজতে চাইছে তদন্তকারী সংস্থা। সেকারণে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সিবিআই। সেই মামলার শুনানি শুরু হবে সোমবার। প্রধান বিচারপতি এসএস ববদের বেঞ্চে হবে রাজীব কুমার মামলার শুনানি। সোমবার বেলা সাড়ে বারোটায় এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Latest Videos

ইতিমধ্যেই রাজীব কুমারের ওপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নেয় হাইকোর্ট। যার ফলে হন্যে হয়ে আগাম জামিনের জন্য এক কোর্ট থেকে অন্য কোর্টে ঘুরতে হয়।  ১৭ দিন ধরে আদালতে আদালতে ঘোরেন রাজীব। পরে আলিপুর আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপর আলিপুর আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন রাজীবের আইনজীবীরা। কিন্তু এর মধ্যেই গ্রেফতারের আশঙ্কায় গা ঢাকা দেন রাজীব। কলকাতার প্রাক্তন সিপি-কে ধরতে শুরু হয় তল্লাশি ।দিল্লি থেকে বিশেষ টিমকে কলকাতায় নিয়ে আসে সিবিআই। 

কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি। কিন্তু তাতেও কাজ না হওয়ায় শেষে স্বরাষ্ট্রসচিব রাজ্যের ডিজি ও মুখ্য় সচিবের কাছে চিঠি পাঠায় সিবিআই। বার বার রাজীবের পার্ক স্ট্রিটের বাড়িতে চিঠি দিয়ে তলব করা হয় তাকে। কিন্তু তাতেও সাড়া মেলেনি। পরে ফের কলকাতা হাইকোর্টের রায়ের পর তাঁর স্বস্তি ফেরে। রাজীবের বিরুদ্ধে অভিযোগ, চিটফান্ড মামলায় সিট-এর প্রধান থাকাকালীন সারদা মামলার নথি লোপাট করেছেন তিনি। বার বার সেই বিষয়ে জেরা করা হলেও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি। সেকারণে তাকে হেফাজতে চাইছে সিবিআই। সোমবার সেই মামলার শুনানি।

Share this article
click me!

Latest Videos

Sundarbans-এ ফের বাঘের ভয়াল থাবা! প্রাণপণ লড়াই করেও হলো না শেষ রক্ষা, শোকের ছায়া পরিবারে
মমতার এই খেলা আগেই ধরেছিলেন, আজ কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari
Bhool Bhulaiyaa 3-র গানে অদ্ভুত নাচ ভক্তের! দেখুন সেই ভিডিও #shorts #shortsvideo #shortsviral
'বাংলাদেশ ও রোহিঙ্গা মুসলমানরা আপনাকে বাঁচাতে পারবে না দিদি' Mamata কে বেলাগাম আক্রমণ Giriraj এর
৩০ দিন ঘরে নিখোঁজ ছেলে! জীবিত অবস্থায় ফিরিয়ে দাও...না হলে' কাতর আর্তি বাবার |North 24 Parganas News