মুকুল রায়ের অস্ত্রোপচার সফল, ঘন ঘন ফোন দিল্লি থেকে, আজ তাঁকে দেখতে যাবেন দিলীপ ঘোষ

Published : Nov 20, 2020, 09:56 AM ISTUpdated : Nov 20, 2020, 10:02 AM IST
মুকুল রায়ের অস্ত্রোপচার সফল, ঘন ঘন ফোন দিল্লি থেকে,  আজ তাঁকে দেখতে যাবেন দিলীপ ঘোষ

সংক্ষিপ্ত

অস্ত্রোপচারের পর ভাল আছেন মুকুল রায়  বাইপাসের ধারে একটু বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি  করোনা আবহে ভীড় এড়াতে খবরটি গোপন রাখেন মুকুল রায়  শুক্রবার দেখতে তাঁকে দেখতে যাবেন  দিলীপ ঘোষ 


অস্ত্রোপচারের পর ভাল আছেন মুকুল রায়। গলব্লাডারে অপারেশন হয়েছে সর্বভারতীয় বিজেপি সভাপতি মুকুল রায়ের। বাইপাসের ধারে একটু বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। শুক্রবার  তাঁকে দেখতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন, ব্রাত্য 'বাঙালি', বাংলার ভোট-যুদ্ধ জয়ে 'অবাঙালি' 'পঞ্চপান্ডব' পাঠাল বিজেপি

 

 

আরও পড়ুন, আজ ছট পুজো, শহরের ঘাটে-ঘাটে কড়া নজরদারি


কী কারণে খবরটি গোপন রাখা হয়েছে

উল্লেখ্য, বুধবার আচমকাই ব্যথা শুরু হয় বিজেপি নেতা মুকুল রায়ের। দেরী না করে তাঁকে দ্রুত ভর্তি করানো হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার তাঁর অপারেশন করেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। আছেন মুকুল রায়। মুকুল রায়ের অসুস্থার কথা কাউকে জানানো হয়নি। কারণ তাহলে মুকুল রায়কে দেখতে ভীড় করতেন অনুগামীরা। করোনা আবহে তা চাননি মুকুল রায়। সে কারণে তাঁর এ খবরটি গোপন রাখা হয়েছে। 

 

 

আরও পড়ুন, কোভিড জয়ীর সংখ্যা আচমকাই ৪ হাজারের নীচে, শহরে সংক্রমণও লাফিয়ে বাড়ায় উদ্বেগে চিকিৎসকেরা

 

 দিল্লি থেকে বারবার ফোন 

অপরদিকে, সামনেই বিধানসভা ভোট। এমন সময় বিজেপির গুরুত্বপূর্ণ নেতার মুকুল রায়ের স্বাস্থ্যের খবর নিতে দিল্লি থেকে বারবার ফোন আসছে। তাঁর শারীরিক অবস্থার খবর নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার সকালে তাঁকে দেখতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


 

PREV
click me!

Recommended Stories

তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর, পাল্টা দল তৈরি হুমকি দিলেন বিধায়ক
‘আগাম গ্রেফতারির’ নির্দেশ! হুমায়ুন কবীরকে বাগে আনতে কড়া পদক্ষেপ রাজ্যপালের