১ জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন, সরকারি কর্মীদের হাফ ছুটি দিলেন মমতা

  • এই ছুটির খবরে স্বভাবতই আহ্লাদে ডগমগ সরকারি কর্মীরা।
  • কারণ ১ জুলাই পড়েছে শনিবার।
  • এর পরে দিন রবিবার পূর্ণ দিবস ছুটি।
arka deb | Published : Jun 26, 2019 12:59 PM IST / Updated: Jun 26 2019, 06:49 PM IST


কর্মীদের ছুটি দেওয়ার প্রসঙ্গ এলে তাঁর কোনও জুড়িদার পাওয়া যায় না। এই তো সেদিনের কথা। জামাইষষ্ঠী শনিবারে পড়েছে, এমনিতেই হাফ ছুটি, শুনেই মুখ্যমন্ত্রী নিদান দিয়েছিলেন রাজ্য সরকার ছুটি দেবে সোমবার। জামাইদের তো শখের প্রাণ গড়ের মাঠ। এবারও সেই উদারতাই দেখালেন মুখ্যমন্ত্রী। নবান্নর তরফে জানানো হল, সরকারি কর্মীদের জন্যে বড় সুখবর। রাজ্য সরকারী কর্মীরা অর্ধেক ছুটি পাবেন আগামী ১ জুলাই।

কী উপলক্ষ্যে এই ছুটি? জানানো হযেছে, প্রাক্তন মুখ্য়মন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রাযের জন্মদিন উপলক্ষ্যে হাফ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

Latest Videos

এই ছুটির খবরে স্বভাবতই আহ্লাদে ডগমগ সরকারি কর্মীরা। কারণ ১ জুলাই পড়েছে শনিবার। এর পরে দিন রবিবার পূর্ণ দিবস ছুটি। অর্থাৎ বোনাস ছুটিটা কাজে লাগিয়ে ঘুরেও আসা যাবে ইতিউতি। 

প্রসঙ্গত এই বছর আগের বছরের তুলনায় আটটি ছুটি কম ছিল। ২৭ দিনের ছুটিটাকে মমতা নিজের বুদ্ধি দিয়ে ৩১ এ নিয়ে যান। প্রাপ্য ছুটির সমস্ত রবিবারগুলিকে সোমবার করে দেন মমতা।এদিনের ঘোষণার পরে তা গিয়ে দাঁড়াল  সাড়ে ৩১ -এ। সরকারি কর্মচারীদের কাতর প্রার্থনা আর সাড়ে তিনটি ছুটি যেন ঈশ্বর পাইয়ে দেয়।

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari