আজই NEET পরীক্ষার ফল প্রকাশ, রেজাল্ট জানুন এই ঠিকানায়

Published : Oct 16, 2020, 02:03 PM ISTUpdated : Oct 16, 2020, 02:06 PM IST
আজই NEET পরীক্ষার ফল প্রকাশ, রেজাল্ট জানুন এই ঠিকানায়

সংক্ষিপ্ত

শুক্রবার নিট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হচ্ছে  ১৬ অক্টোবার অনলাইনে ফলপ্রকাশ করা হবে  ফলপ্রকাশের অনলাইন ঠিকানা দেওয়া হয়েছে  পরীক্ষার্থীদেরও  শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী 

শুক্রবার নিট পরীক্ষার রেজাল্ট। ন্য়াশনাল এলিজিবিলিটি কাম এন্টাস টেস্ট ২০২০ ফলাফল ঘোষনা করতে চলেছে ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। ১৬ অক্টোবার অনলাইনে ফলপ্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা কোন ওয়েবসাইটে গেলে ফলাফল জানতে পারবে জেনে নেওয়া যাক।

 

 

 

আরও পড়ুন, বন্ধ ঘর থেকে আসছিল দুর্গন্ধ, দোতালায় উঠতেই থমকে দাঁড়াল পাটুলি থানার পুলিশ

 

ফল জানা যাবে এই ঠিকানায়

ন্য়াশনাল টেস্টিং এজেন্সি-র অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in থেকে শুক্রবারই রেজাল্ট জানতে পারবেন। কয়েকদিন আগেই টুইট করে  নিট পরীক্ষার রেজাল্ট প্রকাশে ১৬ অক্টোবার  হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পখরিওয়াল নিশাঙ্ক। সেই সঙ্গে তিনি পরীক্ষার্থীদেরও আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি টুইটে লিখেছিলেন, 'ডিজি এনটিএ ২০ অক্টোবর নিট ইউজি ২০২০ রেজাল্ট ঘোষণা করবে। প্রত্য়েক পরীক্ষার্থীদের জন্য রইল আমার শুভকামনা।'

 

আরও পড়ুন, 'নয়না পাশে না থাকলে আত্মহত্যাই করতাম', স্পা মধুচক্র কাণ্ডে মুখ খুললেন সৌগত

কোন বিভাগে কত সিট আছে


 প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর সর্ব ভারতীয় মেডিক্য়াল প্রবেশিকা অনুষ্ঠিত হয়। সারা দেশে ৫৪২ টি কলেজে ৮০,০০৫ টি এমবিবিএস আসন, ২৬,৯৪৯ টি কলেজে বিডিএস আসন এবং ৯১৪ টি কলেজে ৫২,৭২০ টি আয়ুষ আসনে ভর্তির জন্য এনটিএ পরীক্ষা নিয়েছিল। উল্লেখ্য, ওইদিন করোনা পরিস্থির জন্য যারা আসতে পারেনি তাঁরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষা দেওয়া সুযোগ পেয়েছিল। 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর