করোনা সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগণা, আক্রান্ত ৬৪১ মৃত ১৯

  • করোনা আক্রান্তের সংখ্যায় এগিয়ে গেল উত্তর ২৪ পরগণা
  •  একদিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৪১ জন
  •  করোনা শরীরে নিয়ে মারা গিয়েছেন ১৯ জন 
  • উত্তর ২৪ পরগণায় সব মিলিয়ে করোনা আক্রান্ত ৫৩,৪৪১ জন 
     

Asianet News Bangla | Published : Oct 3, 2020 7:55 PM IST

কলকাতাকে পিছনে ফেলে করোনা আক্রান্তের সংখ্যায় এগিয়ে গেল উত্তর ২৪ পরগণা। একদিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৪১ জন। করোনা শরীরে নিয়ে মারা গিয়েছেন ১৯। যা রাজ্য়ে সবথেকে বেশি।  এই নিয়ে উত্তর ২৪ পরগণায় সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৩,৪৪১ জন। 

পাশাপাশি কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে,৬৩১ জন। একদিনে করোনা নিয়ে মহানগরে মারা গিয়েছেন ১৩ জন। সব মিলিয়ে কলকাতায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৮,৪৩২জন।

রাজ্য়ের করোনা বুলেটিন বলছে,শনিবার বাংলায় করোনা নিয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৫৩ জন৷ সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৫ ১৩২ জন৷ একদিনে যে ৬২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতারই রয়েছেন ১৩ জন৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার রয়েছেন ১৯ জন৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ৩ জন, হাওড়ার ৬,হুগলির ৩ ও পশ্চিম বর্ধমানে মারা গিয়ছেন ২ জন৷

একই পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের। সেখানে করোনা নিয়ে মারা গিয়েছেন ৩ জন৷ পশ্চিম মেদিনীপুরে এই সংখ্যাটা ৬, পুরুলিয়ায় ১, মুর্শিদাবাদে ১, উত্তর দিনাজপুরে ১ জনের৷ এছাড়াও জলপাইগুড়িতে করোনা নিয়ে প্রাণ হারিয়েছেন  ১, দার্জিলিংয়ে ১, কোচবিহারে ১, আলিপুরদুয়ারেও ১ জন৷ পরিস্থিতি বলছে, দুর্গাপুজোর মুখে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। এছাড়াও অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৷

গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়েছে ২৬৫ জন৷ করোনা বুলেটিনের তথ্য বলছে, ২৭, ১৩০ জন৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৩৪০ জন৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩,৩১০ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ২,৬৬,৯৭৪ জন৷ তবে বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। 
 
পরিসংখ্য়ান বলছে,রাজ্য়ে একদিনে ৪১,১২৮ টি নমুনা টেস্ট হয়েছে৷ শুক্রবার যে সংখ্যাটা ছিল ৪৩,২৮২ টি৷ এই মূহুর্তে বাংলায় মোট টেস্টের সংখ্যা ৩৩, ৫৫,৭২৬ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭,২৮৬ জন৷

Share this article
click me!