৪৬১ থেকে একদিনে ৫০৪, বাংলায় বেড়েই চলেছে করোনা আক্রান্ত

Published : Apr 27, 2020, 05:10 PM ISTUpdated : Apr 27, 2020, 05:35 PM IST
৪৬১ থেকে একদিনে ৫০৪, বাংলায়  বেড়েই চলেছে করোনা আক্রান্ত

সংক্ষিপ্ত

রাজ্য়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা  সোমবার বিকেল পর্যন্ত বাংলায় ৫০৪ জন সংক্রমিত হয়েছেন  তবে বাড়েনি করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত রাজ্যে ২০ জনের করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে  

রাজ্য়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার বিকেল পর্যন্ত বাংলায় ৫০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বাড়েনি করোনায় আক্রান্ত হয়ে মৃতেয়র সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে  ২০ জনের করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই তথ্য়ই দিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।

পরিসংখ্যান বলছে, এদিন বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন। রবিবার রাজ্য়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৬১। মাত্র ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। মুখ্য়সচিব জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪ জন। 

এখনও পর্যন্ত রাজ্য়ে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১২ হাজার ৪৩টি।  মাত্র ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত বাংলায় ১১৫০টি টেস্ট হয়েছে।সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৫৪৪৭ জন। পাশাপাশি হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ হাজার ৬২৯ জন।

PREV
click me!

Recommended Stories

রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে