আজ মাসের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল কি কলকাতায় ? জানুন দিল্লি-সহ সারা দেশের জ্বালানীর দর

Published : Apr 01, 2022, 09:48 AM ISTUpdated : Apr 01, 2022, 09:50 AM IST
আজ মাসের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল কি কলকাতায় ? জানুন দিল্লি-সহ সারা দেশের জ্বালানীর দর

সংক্ষিপ্ত

শুক্রবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা।  চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

শুক্রবার পেট্রোল-ডিজেলের অপিরবর্তিত । এদিন সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। প্রায় তিন মাস পর এই নিয়ে নবমবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েই চলেছে।   মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

ইতিমধ্য়েই গত ১০ দিনে নবমবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। তবে শুক্রবার বিরতি। এদিন পেট্রোল-ডিজেলের অপিরবর্তিত । এদিন কলকাতায় ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের  প্রতি  লিটারের দাম ১১০ টাকা ৫২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে১১১ টাকা ৩৫ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম৯৫ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬২ পয়সা।এদিন জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম১০১ টাকা ০১ পয়সা থেকে ১০১ টাকা ৮১ পয়সা। এবং ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে ৯৩টাকা ০৭ পয়সাতেই স্থির রয়েছে। মুম্বই লিটার প্রতি পেট্রোলে ৮৪ পয়সা বেড়ে দাম ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে ১১৬ টাকা ৭২ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ১০ থেকে বেড়ে ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে।  চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলে ৭৬ পয়সা বেড়ে দাম  ১০৭ টাকা ৪৫ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম  বেড়ে ৯৭ টাকা ৫২পয়সা দাঁড়িয়েছে।মোদী সরকারের পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই পেট্রোল-ডিজেলের আরও এক দফা দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন, আজ থেকেই নতুন আয়করের নিয়ম, জানুন বদল হচ্ছে কী কী ? আর্থিক চাপের মুখে চাকুরিজীবীরা

অপরদিকে এক মাস পার করেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ।  ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে নিয়ে গিয়েছিল। এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হিসেবে ভারতেকে উদ্বেগে রেখেছিল। তবে গত একসপ্তাহে অনেকটাই কমে যায় অপরিশোধিত তেলের দর। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দর ৪০ ডলার কমেছে।গত ৭ মার্চ যেখানে  অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌছে গিয়েছিল।তবে মঙ্গলবারের পর থেকেই অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯৯.১১ ডলারে নেমে আসে। যদিও দেশের খুচরো বাজারে শেষ অবধি পেট্রোল-ডিজেলের দাম কমার আশা আর পূরণ হল না। বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার। অবশেষে সেই পথেই হাঁটল ভারত। নিশব্দে জ্বালানীর দাম বাড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে তোপ দেগেছেন ইতিমধ্য়েই মমতা বন্দ্য়োপাধ্যায়। 

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?