মদ্যপদের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারাল এক গড়ফাবাসী, তরুণী সহ আটক ৩

  • রাতের শহরে পথ দুর্ঘটনায় মৃত এক -আহত এক 
  •  গাড়ি ও গাড়িতে থাকা এক তরুণী সহ আটক তিন 
  • প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ 
  • মর্মান্তিক এই ঘটনার তদন্তে গরফা থানার পুলিশ 
     

রাতের শহরে পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক।বেপরোয়া প্রাইভেট গাড়ির ধাক্কায় দুর্ঘটনা।গাড়ি ও গাড়িতে থাকা এক তরুণী সহ আটক তিন।মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ।ঘটনার তদন্তে গরফা থানার পুলিশ। 

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু রতন সরকারের

Latest Videos

সূত্রের খবর, যাদবপুর থেকে বাইপাসের দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি।সেই সময় গরফা থানা এলাকার সাপুই পাড়া বটতলা পার্কের কাছে রতন সরকার বাড়ির সামনেই ধাক্কা মারে।তাকে ধাক্কা মেরে নিলোৎপল বিশ্বাস ও তার স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন তাদের ও ধাক্কা মারে। কোনওরকমে স্ত্রী বেঁচে যান।কিন্তু নিলোৎপল বাবু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।আর এই ঘটনায় মৃত্যু হয় রতন সরকারের।এদের ধাক্কা মেরে লাইট পোস্টে ধাক্কা মারে।এলাকার লোকজন ছুটে এসে গাড়িতে থাকা তিনজনকে ধরে ফেলে পুলিশকে খবর দেয়।

তদন্তে গরফা থানার পুলিশ

পুলিশ এসে গাড়ি ও গাড়িতে থাকা তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় ।দুর্ঘটনার ফলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।দোষীদের শাস্তির দাবিতে এলাকা বাসী থানায় ভিড় করেন ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গরফা থানার পুলিশ।

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র