বাজ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে। বজ্রঘাতে মৃত্য়ু হল একজনের। আহত আরও ১৭।
এ দিন দুপুরের পর থেকেই কলকাতা- সহ সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়। সঙ্গে মুহূর্মুহু বাজ পড়তে থাকে। সেই সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক নম্বর গেটের সামনে বজ্রঘাতে আহত হন বেশ কিছু সাধারণ মানুষ। দ্রুত তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আহত দমদমের বাসিন্দা সুবীর পাল (৩৪) নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি আহতদের চিকিৎসা চলছে এসএসকেএমে। আহতদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। বাকিদের অবস্থা স্থিতিশীল।
সপ্তাহান্তে এ দিন ভিক্টোরিয়ায় দর্শকদের ভালই ভিড় হয়েছিল। অনেকেই ভিক্টোরিয়ার গেটের সামনে অপেক্ষা করছিলেন। নিজের স্ত্রী এবং শিশুপুত্রকে নিয়ে ভিক্টোরিয়ায় এসেছিলেন সুবীর পালও। বজ্রাঘাতে তাঁর স্ত্রী এবং সন্তানও আহত হয়েছেন। এসএসকেএম হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
এ দিন বাজ পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রবল বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরেও বিমান ওঠানামা কিছুক্ষণ বন্ধ থাকে। রানওয়েতে জল জমে যায়। অন্তত ন'টি বিমান কলকাতায় নামতে না পেরে আকাশে চক্কর কাটতে থাকে।