COVID-19 Restrictions: মেয়রের উপস্থিতিতেই ৩০০ লোকের জমায়েত - নেই মাস্ক, নেই দূরত্ব

বেহালায় (Behala) খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উপস্থিতিতেই  ৩০০ জনেরও বেশি লোকের জমায়েত। মেয়র পারিষদ তারক সিং (Tarak Singh) আয়োজিত অনুষ্ঠানে মানা হল না কোনও কোভিড-১৯ বিধিই (COVID-19 Restrictions)।

গত ২৪ ঘণ্টায় রাজ্যের এবং শহর কলকাতার করোনা সংক্রমণের (Cororona Virus in West Bengal) ঝাঁঝ কিছুটা হলেও কমেছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বিগ্ন মৃত্যু ও আইসিইউ ভর্তির সংখ্যা নিয়ে। তার মধ্যেই খোদ কলকাতার বেহালায় (Behala) দেখা গেল ৩০০-রও বেশি লোকের জমায়েত। শারীরিক দূরত্বের বালাই নেই। অধিকাংশের মুখে নেই মাস্কও। চলছে 'লিট্টি চোখা উৎসব'। আয়োজক মেয়র পারিষদ তারক সিং (Tarak Singh)। এমনকী, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-ও (Firhad Hakim)। যা, দেখে চোখ কপালে উঠছে শহরবাসীর। 

গত ১৫ জানুয়ারি রাজ্যের করোনা বিধির (COVID-19 Restrictions) মেয়াদ ৩১ ডিসেম্বর অবধি করা হয়েছিল। সেই বিধি অনুযায়ী বিয়ের মতো জমায়েতে ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে না। কিন্তু, বেহালার ১১৯ নম্বর ওয়ার্ডে, মেয়র পরিষদ তারক সিং-এর আয়োজিত লিট্টি-চোখা উৎসব, যেন এই সকল বিধির ক্ষেত্রে ছাড়পত্র পেয়েছে। খোদ তারক সিং-কেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। মঞ্চে চলছিল ভোজপুরী গান, সঙ্গে দূরত্বের কথা ভুলে গিয়ে নাচ, টাকা ছড়ানো। এমনকী, সকলের সঙ্গে নাচতে দেখা গিয়েছে মেয়র পারিষদকেও। ছিলেন তাঁর ছেলে তথা ১১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সিং-ও (Amit Singh)। 

Latest Videos

আরও পড়ুন - ১২৫তম জন্মদিনে Netaji-কে শ্রদ্ধার্ঘ্য শুভেন্দু-সুকান্ত-শমীকের, সাভারকারের প্রসঙ্গ টেনে তোপ TMC-র

আরও পড়ুন - দিল্লি থেকে সাভারকারের দলকে সরানোই এখন মমতার মূল লক্ষ্য, Netaji জয়ন্তীতে BJP-কে তোপ ফিরহাদের

আরও পড়ুন - KMC Polls 2021: কত সম্পত্তির মালিক তৃণমূল প্রার্থী তারক সিং , জানুন হলফনামায় কী জানালেন তিনি

এক সময়, এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-ও। কার্যত দর্শকাসনের প্রথম সারি আলো করে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর মুখে মাস্ক থাকলেও, তাঁর আশপাশে থাকা ব্যক্তিবর্গ ছিলেন মাস্কহীন। ওই বিপুল জমায়েত দেখেও কিন্তু মেয়রের দিক থেকে কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং তাঁকে বসে বসে ভোজপুরি গানে তাল দিতে দেখা গিয়েছে। সাংবাদিকরা এত লোকের জমায়েত নিয়ে প্রসঙ্গে প্রশ্ন করলে, তিনি কোনও জবাব না দিয়ে চলে যান। 

তবে, জমায়েতের বিষয়ে একেবারেই অস্বস্তি ছিল না তারক সিং-এর। তিনি দাবি করেন, তাঁরা সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং সাধারণ মানুষের কথা ভেবেই নাকি এই অনুষ্ঠান করেছেন। তাঁর দাবি, এই অনুষ্ঠান ছিল, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসে বসবাস করা হিন্দিভাষীদের জমায়েত। যেখানে তাঁরা বাংলার মানুষের কীকরে ভাল করা যায়, সেই বিষয়ে আলোচনা করেন এবং সকল বিভেদ ভুলে হিন্দিভাষীরা একে অপরের পাশে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। 

কোভিড বিধি ভাঙার অভিযোগ তিনি মানতেই চাননি। তাঁর দাবি, যা হচ্ছে বিধি মেনেই হচ্ছে। বিপুল জমায়েতের প্রশ্নে তিনি বলেন, 'সব লোগ আরাহা হ্যায়, খানা খা রাহা হ্যায়, ওর যা রাহা হ্যায় (সবাই আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে)। কোনও অসুবিধার তো কিছু নেই।' শাসক দলের মেয়র পারিষদ, যাদের উপরে কিনা শহরের মহামারি ঠেকানোর দায়িত্ব, তাদেরই মহামারি বিধি নিয়ে এমন ঢিলেঢালা মনোভাব দেখে স্তম্ভিত চিকিৎসক থেকে সাধারণ মানুষ। খোদ মেয়রের উপস্থিতিতে, এত বড় কোভিড বিধি লঙ্ঘন কী করে ঘটতে পারে, প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ বলছেন, তাহলে রাস্তায় বেরিয়ে মাস্ক না পরলে ধরছে কেন পুলিশ? 'কোনও অসুবিধার তো কিছু নেই।' নাকি আছে? 
 

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari