স্পায়ের আড়ালে মধুচক্র, সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে পৌঁছে গেল পুলিশ

Published : Sep 08, 2019, 03:24 PM IST
স্পায়ের আড়ালে মধুচক্র, সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে পৌঁছে গেল পুলিশ

সংক্ষিপ্ত

দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ঘটনা স্পায়ের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ হানা দিয়ে মহিলা-সহ তিনজনকে ধরল পুলিশ

পাড়ার বাসিন্দারা জানতেন বিউটি পার্লার এবং ফ্যামিলি স্পা চলছে। কিন্তু তার আড়ালে রমরমিয়ে মধুচক্রের কারবার শুরু হয়েছে, শনিবার সন্ধ্যায় পুলিশ হানা দেওয়ার আগে টেরও পাননি নিউ আলিপুরের সাহাপুর কলোনির বাসিন্দারা। 

শনিবার সন্ধ্যায় নিউ আলিপুরের সাহাপুর কলোনির একটি স্পা-তে আচমকাই হানা দেয় পুলিশ। সেখান থেকে ঘনিষ্ঠ অবস্থায় এক যুবক এবং এক তরুণীকে হাতেনাতে ধরা হয়। গ্রেফতার করা হয় স্পায়ের মালিককেও। ধৃতদের রবিবারই আদালতে তোলা হবে। অভিযোগ, স্পা এবং বিউটি পার্লারের আড়ালে সেখানে রমরমিয়ে মধুচক্রের কারবার চালানো হত। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েই ক্রেতাদের আকৃষ্ট করা হত। 

আরও পড়ুন- সিনেমা হলের মধ্যে বিশেষ ঘর, বনগাঁয় মধুচক্রের কারবার ফাঁস

আরও পড়ুন- হোটেলের মধ্যেই মধুচক্রের কারবার, আচমকা হানা বসিরহাটে গ্রেফতার ১৫

সেরকমই একটি বিজ্ঞাপন দেখে সন্দেহ হওয়ায় ফোন নম্বরের সূত্র ধরে ওই স্পায়ে হানা দেয় পুলিশ। তার পরেই মধুচক্রের কারবারের কথা জানাজানি হয়। পুলিশ সূত্রে খবর, কলকাতার বহু জায়গাতেই এ ভাবেই কোথাও বিউটি পার্লার, কোথাও আবার স্পায়ের আড়ালে চলছে এই ধরনের কারবার। এই ধরনের কারবার বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হবে বলেই পুলিশ সূত্রে খবর। 

PREV
click me!

Recommended Stories

Messi Event Chaos: মেসি কাণ্ডে তৃণমূলকে চরম তুলোধোনা শতরূপ-সুজনদের, দেখুন কী বলছেন
'আপনার কিডনির জন্য হাঁটুন,' কলকাতার বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিপুল সাড়া