সল্টলেকে আন্দোলনরত টেট উত্তীর্ণদের উপর 'পুলিশি হানা', স্মারকলিপি জমা পড়ল শিক্ষামন্ত্রীর কাছে

  • সল্টলেকে আন্দোলনরত টেট প্রার্থীদের পুলিশে তুলে দেয় 
  • অভিযোগ,  আন্দোলনকারীদের হেনস্থা করেছে পুলিশ  
  •  বুধবার শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয় তারা 
  • দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি 

Asianet News Bangla | Published : Dec 3, 2020 5:53 AM IST / Updated: Dec 03 2020, 11:53 AM IST

বুধবার গভীর রাতে সল্টলেকে আন্দোলনরত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের উপর পুলিশি হানার অভিযোগ।  উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা থেকে প্রার্থীরা চাকরির দাবিতে বিকাশভবন অভিযানে সামিল হন সল্টলেকে।দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি চাকরিপ্রার্থীদের।

দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি 


 চাকরিপ্রার্থীদের দাবি, বেশ কয়েকজন আন্দোলনকারীদের হেনস্থা করেছে পুলিশ।   পয়লা ডিসেম্বর থেকে প্রায় হাজার খানের খুব বেশি চাকরিপ্রার্থী অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেক এর এসএসসি অফিসের সামনে বিক্ষোভে শামিল হয়। বুধবার শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয় তারা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি চাকরিপ্রার্থীদের।

শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা 


 উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা থেকে প্রার্থীরা চাকরির দাবিতে বিকাশভবন অভিযানে সামিল হন সল্টলেকে। তাঁদের কেউ বাসভাড়া করে কেউ অনেকটা পথ হেঁটে এসে সাধারণ যানবহনে চেপে চাকরির দাবি জানাতে কলকাতায় পৌছান। নিজেদের দাবিতে অনড় ছিলেন প্রত্য়েকেই। আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদের বিকাশ ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন। কিন্তু এখনও জটিলতা কাটেনি।
 

Share this article
click me!