থাকবেন একাধিক রাষ্ট্রদূত,এবার পুজোর কার্নিভালের থিম 'রাঙা মাটির দেশ'

Published : Oct 10, 2019, 02:09 AM IST
থাকবেন একাধিক রাষ্ট্রদূত,এবার পুজোর  কার্নিভালের থিম 'রাঙা মাটির দেশ'

সংক্ষিপ্ত

দুর্গা পুজো পেরিয়ে এবার থিমের ছোঁয়া দুর্গা পুজোর কার্নিভালেও। আগামী ১১ অক্টোবর রেড রোডে হবে পুজোর কার্নিভাল। এবারে কার্নিভালের ভাবনা 'রাঙা মাটির দেশ'।

দুর্গা পুজো পেরিয়ে এবার থিমের ছোঁয়া দুর্গা পুজোর কার্নিভালেও। আগামী ১১ অক্টোবর রেড রোডে হবে পুজোর কার্নিভাল। এবারে কার্নিভালের ভাবনা 'রাঙা মাটির দেশ'।

সব মিলিয়ে ৭৯টা পুজো কমিটি। দুর্গাপুজোর কার্নিভাল দেখতে রাজ্যপাল জগদীপ ধনখড়কে আমন্ত্রণ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বাংলার সেরা পুজোর সাক্ষী হতে আসতে পারেন দেশ বিদেশের একাধিক রাষ্ট্রদূত। ইতিমধ্যেই আমন্ত্রণ পাঠানো হয়েছে তাঁদের। জানা গেছে, ৭৯টা প্রতিমার পাশাপাশি জেলা থেকেও বেশ কয়েকটি প্রতিমা আসতে পারে এবার কার্নিভালে। বাঁকুড়া,বিষ্ণুপুরের পোড়া মাটির আদলে তৈরি হয়েছে কার্নিভালের মঞ্চ। 

অস্থায়ী মঞ্চে রয়েছে কমপক্ষে ৫০০০ জন আমন্ত্রিতের বসার জায়গা। মূলত, বিশ্ব বাংলা শারদ সম্মানপ্রাপ্ত পুজোগুলোকেই এই কার্নিভালে স্থান দেওয়া হয়েছে। সেকারণে দিল্লিতেও পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। তবে সব কিছুর মধ্যে কার্নিভাল কমিটিকে চিন্তায় রাখছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আবহাওয়া দফতর জানিয়েছে,শুক্রবার অর্থাৎ কার্নিভালের দিন কলকাতায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। কারণ উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত আর এদিক পানে আসছে না। 
 

PREV
click me!

Recommended Stories

'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের
Messi Event Chaos: মেসি কাণ্ডে তৃণমূলকে চরম তুলোধোনা শতরূপ-সুজনদের, দেখুন কী বলছেন